Advertisement
Advertisement

Breaking News

অটোর দৌরাত্ম্যে প্রাণ হারালেন কলেজ ছাত্রী

সুস্থ হলে গ্রেফতার করা হবে অটো চালককে৷

Auto accident took away life of a college girl
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 16, 2016 3:38 pm
  • Updated:September 16, 2016 3:38 pm

স্টাফ রিপোর্টার: বেপরোয়া অটোর দৌরাত্ম্যে সাতসকালে প্রাণ গেল এক কলেজ ছাত্রীর৷ রীতিমতো সিগনাল ভেঙে উল্টো দিকের লেনে ঢুকে চলন্ত বাসে ধাক্কা মারে বেলেঘাটা ব্রিজ-আর জি কর রুটের একটি অটো৷ গুরুতর আহত অবস্থায় আর জি কর মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয় চালক-সহ পাঁচ জনকে৷ পূজা পাল (২০) নামে ওই ছাত্রীকে মৃত বলে ঘোষণা করে হাসপাতাল কর্তৃপক্ষ৷ বেলেঘাটার বাসিন্দা পূজা জয়পুরিয়া কলেজের প্রথম বর্ষের ছাত্রী৷

কয়েক দিন আগেই বেপরোয়া অটো চালানোর কারণে গুরুতর আহত হন এক মহিলা যাত্রী৷ সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের শহরের রাস্তায় বেপরোয়া অটোর দৌরাত্ম্য৷ সকালের ব্যস্ত সময়ে ভিড় বাস এড়িয়ে একটু বেশি পয়সায় অটোই অফিসযাত্রীদের অন্যতম ভরসা৷ কিন্তু আজকের ঘটনা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল ক্রমেই বিপজ্জনক হয়ে উঠছে অটোযাত্রা৷

Advertisement

ঘটনার অন্যতম প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা অরিন্দম বিশ্বাস জানিয়েছেন, সকাল সাড়ে ছ’টা নাগাদ উত্তর দিকের লেন দিয়ে দ্রুত গতিতে আসছিল একটা অটো৷ গৌরীবাড়ির কাছে অরবিন্দ সরনি ও রাজা ধীরেন্দ্র স্ট্রিটের সংযোগস্থলের সিগনালটি পড়ে রয়েছে দেখে গতিতেই দক্ষিণ দিকের লেনে মুখ ঘুরিয়ে দেয় অটোটি৷ সেই লেন দিয়েই তখন আসছিল বারাসত-হাওড়াগামী একটি বাস৷ চোখের নিমেষে সেই বাসে সজরে ধাক্কা মেরে রাস্তার মাঝেই উল্টে যায় অটোটি৷ এরপর স্থানীয় বাসিন্দারা ছুটে গিয়ে অটো থেকে যাত্রী ও চালকদের উদ্ধার করে আর জি করে নিয়ে যান৷

Advertisement

ঘটনায় অটো যাত্রী জয়পুরিয়া (প্রাতঃ বিভাগ) কলেজের প্রথমবর্ষের ছাত্রী পূজা পালের মৃত্যু হয়েছে৷ আশঙ্কাজনক অবস্থা আরও চার যাত্রীর৷ এরপর বড়তলা থানার পুলিশ এসে অটোটিকে আটক করেছে৷ পুলিশ জানিয়েছে, সিগনাল না মেনেই এই বিপত্তি৷ সুস্থ হলে গ্রেফতার করা হবে অটো চালককে৷

বিধাননগর, শোভাবাজার, হাতিবাগান, খান্না মোড়-সহ এই এলাকার সমস্ত রুটের অটো নিয়ে যথেষ্ট ক্ষোভ রয়েছে যাত্রীদের৷ সুদেষ্ণা পাল নামে এক যাত্রী বলেন, বেপরোয়াভাবের পাশাপাশি নিত্যযাত্রীদের রোজ সম্মুখীন হতে হয় চালকের দুর্ব্যবহারের৷ খুচরো না থাকলে প্রায়শই অটোতে উঠতে বাধা দেওয়া হয় যাত্রীদের৷ আর রাস্তায় ট্রাফিক জ্যাম থাকলেই অন্য লেনে বেপরোয়া গতিতে অটো চালানোর ঘটনাও প্রায়ই করে থাকেন অটোচালকরা৷ এই ট্রাফিক আইন ভাঙার কোন শাস্তিমূলক ব্যবস্থা না হওয়ার কারণেই আজ এমন মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকল মহানগর৷

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ