সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একই আধার নম্বর ব্যবহার করে ভিন্ন-ভিন্ন নামে পাসপোর্ট বানানোর চেষ্টা! জাল নথি চক্রে এবার জালে বাগুইআটির বাসিন্দা। বৃহস্পতিবার শিয়ালদহ স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজই আদালতে তোলা হবে।
পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম ত্রিদীপ মণ্ডল। বাড়ি বাগুইআটির জ্যাংড়া এলাকায়। অভিযোগ, নিজের আধার নম্বর ব্যবহার করে একাধিক নামে পাসপোর্ট বানানোর চেষ্টা করে সে। শুধু তাই নয়, বিভিন্ন জাল নথি নিয়ে পাসপোর্ট বানিয়ে দিত এই ত্রিদীপ, এমনই দাবি তদন্তকারীদের। উল্লেখ্য়, জানুয়ারি মাসে চন্দননগর কমিশনারেট জাল পাসপোর্ট চক্রের সঙ্গে জড়িত থাকার অপরাধে আরও তিনজনকে গ্রেপ্তার করেছিল। ত্রিদীপ তাদেরই এজেন্ট হিসেবে কাজ করত বলে সূত্রের খবর। ধৃতদের জেরা করে বাগুইআটির এই বাসিন্দার হদিশ মিলেছিল। সেই সূত্র ধরেই এদিন ভদ্রেশ্বর থানার পুলিশ শিয়ালদহ থেকে ত্রিদীপকে গ্রেপ্তার করে পুলিশ। এদিন চুঁচুড়া আদালতে তোলা হবে।
রাজ্যজুড়ে জাল পাসপোর্ট কাণ্ডে ধরপাকড় চলছে। কলকাতা পুলিশ একাধিক ‘কিংপিন’কে গ্রেপ্তার করেছে। তাদের জেরা করে চক্রের মাথাদের হদিশ পাওয়ার চেষ্টা চলছে। অভিযোগ, বহু বাংলাদেশিকে এদেশে ঢুকতে সাহায্য করেছে এই চক্রের পান্ডারা। জাল নথির বিনিময়ে তাদের এদেশের নাগরিকত্বের প্রমাণ তৈরি করে দিয়েছে এই চক্র।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.