সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংখ্যালঘু হিন্দুদের উপর লাগামহীন নিপীড়নের অভিযোগে ক্রমশ কোণঠাসা বাংলাদেশের অন্তর্বর্তী সরকার, যার প্রধান পরামর্শদাতা হিসেবে রয়েছেন নোবেল পুরস্কারজয়ী মহম্মদ ইউনুস। তাঁর নেতৃত্বাধীন সরকারকে সমালোচনায় বিদ্ধ হতে হচ্ছে। ভারত তো বটেই, চাপ বাড়াচ্ছে পশ্চিমী দেশগুলিও। তা সত্ত্বেও সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে নিতান্ত ‘উদাসীন’ ইউনুস সরকার। এই পরিস্থিতিতে সরকারের প্রধান পরামর্শদাতার নোবেল পুরস্কার কেড়ে নেওয়ার কথা বললেন তমলুকের বিজেপি সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রীতিমতো হুঁশিয়ারির সুরে তিনি বলেন, ”উনি যে সরকারের মাথা হয়ে বসেছেন, তারা কিছুই করছে না। উনি তো শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন। কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে যে অশান্তি চলছে, আমি নোবেল কমিটিকে বলতে চাই, ওঁর পুরস্কার এখনই কেড়ে নেওয়া হোক।” যদিও নোবেল কমিটির এমন কোনও নিয়ম আছে কিনা, সে বিষয় অবগত নয় বলেও জানিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
ইসকনের সন্ন্যাসী তথা চট্টগ্রামের পুণ্ডরীক ধামের প্রধান চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারি এবং তাঁর বিরুদ্ধে দেশদ্রোহ মামলা রুজু করা নিয়ে উত্তাল হয়ে ওঠে বাংলাদেশ। তাঁর নিঃশর্ত মুক্তির দাবিতে সে দেশে হিন্দুদের প্রতিবাদ যত বেড়েছে, ততই চরমে উঠেছে পুলিশ ও সেনার দমনপীড়ন। প্রতিবাদী মাত্রই আটক হচ্ছেন। বিশেষত টার্গেট হয়ে দাঁড়িয়েছে হিন্দুদের ধর্মস্থানগুলি। চিন্ময় প্রভুর পর সে দেশে একে একে ইসকনের তিন ভক্ত গ্রেপ্তার হয়েছেন। সকলে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন। প্রতিবেশী দেশের এই অবস্থায় কড়া অবস্থান নিয়েছে ভারত। নয়াদিল্লির তরফে একাধিকবার সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তায় ইউনুস সরকারকে কঠোর বার্তা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী মোদি নিজে এনিয়ে উচ্চপর্যায়ের জরুরি বৈঠক করেছেন।
এই পরিস্থিতিতে ইউনুস সরকারের ভূমিকা নিয়ে সর্বস্তরে সমালোচনার ঝড়। হিন্দু নিপীড়ন নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে এবার মহম্মদ ইউনুসের নোবেল পুরস্কার কেড়ে নেওয়ার কথা বললেন বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শুক্রবার সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে তিনি বলেন, ”বাংলাদেশে যেভাবে অন্য ধর্মের উপর আক্রমণ চলছে, তাতে আমি মনে করছি, নোবেল কমিটির এই মুহূর্তে মহম্মদ ইউনুসের নোবেল পুরস্কার ফিরিয়ে নেওয়া উচিত। যদিও জানি না, নোবেল কমিটির এমন কোনও নিয়ম আছে কি না। থাকলে অবিলম্বে তা প্রয়োগ করা উচিত ইউনুসের উপর। আন্তর্জাতিক মহল এ বিষয়ে নজর রাখছে। এই অসভ্যতা চলতে পারে না।” তাঁর কথায়, ”শুনেছি চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তার করে জেলে সাধারণ কয়েদিদের সঙ্গে রাখা হয়েছে। এটা কোনও সভ্য দেশে হতে পারে? ইসকন কর্তৃপক্ষ তো তাঁর প্রাণহানির আশঙ্কা করছে। তাঁকে আটকে রাখতে চাইলে তো গেস্ট হাউসে রাখতে পারত। ইউনুস সরকার সঠিক কাজ করছে বলে আমার মনে হয় না।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.