Advertisement
Advertisement
Bangladesh

রবি শর্মা হয়ে কলকাতার হোটেলে চাকরি সফিকের! পুলিশের জালে বাংলাদেশি অনুপ্রবেশকারী

যুবকের সঙ্গে কার যোগ রয়েছে তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Bangladesh youth arrested from Kolkata

প্রতীকী ছবি

Published by: Tiyasha Sarkar
  • Posted:November 30, 2024 12:05 pm
  • Updated:November 30, 2024 3:45 pm  

অর্ণব আইচ: কলকাতার মার্কুইজ স্ট্রিট থেকে গ্রেপ্তার বাংলাদেশি অনুপ্রবেশকারী। উদ্ধার ভারতের ভুয়ো পরিচয়পত্র। ধৃত যুবক বিএনপি-র সদস্য বলে খবর। বাংলাদেশের অশান্তির আঁচ পড়েছে ভারতেও। তার মধ্যে এই ঘটনায় শোরগোল কলকাতায়। যুবক কী উদ্দেশ্যে কলকাতায় বসবাস শুরু করেছিলেন? কীভাবে তৈরি করেছিলেন ভুয়ো নথি? সঙ্গে আর কার যোগ রয়েছে তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা গিয়েছে, নথি অনুযায়ী ধৃত যুবকের নাম রবি শর্মা। ওই কাগজপত্র ব্যবহার করেই কলকাতায় আশ্রয় নিয়েছিলেন। মার্কুইজ স্ট্রিটের একটি হোটেলে কাজ করতে শুরু করেছিলেন তিনি। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে তাঁকে পাকরাও করে পার্কস্ট্রিট থানার পুলিশ। মেলে ভারতের সচিত্র পরিচয়পত্র। 

Advertisement

পুলিশ সূত্রে খবর, ওই যুবক আদতে বাংলাদেশের মাদারিপুরের বাসিন্দা। বছর দুয়েক আগে ভুয়ো পরিচয়পত্র বানিয়ে কলকাতায় থাকতে শুরু করেন। তাঁর আসল নাম সফিক সরদার। সক্রিয়ভাবে বিএনপি করতেন তিনি। কলকাতায় থাকাকালীন নিয়মিত ওইদেশের সঙ্গে যোগাযোগ রাখতেন রবি। সেখানকার বাসিন্দারা এলে তাঁদের কলকাতায় থাকার ব্যবস্থাও করতেন যুবক। রীতমতো ব্যবসা পেতে বসেছিলেন। এর নেপথ্যের কারণ জানার চেষ্টায় পুলিশ। উল্লেখ্য, কয়েকদিন ধরে বাংলাদেশে হিন্দু নির্যাতনকে কেন্দ্র করে উত্তাল দুই বাংলা। তারই মাঝে এই ঘটনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement