Advertisement
Advertisement

Breaking News

WB CM Mamata Banerjee

‘সবাই আগের জীবনে ফিরে যাবো’, নববর্ষের শুভেচ্ছা জানাতে ৯.৫ লক্ষ পড়ুয়াকে চিঠি মুখ্যমন্ত্রীর

চিঠিতে উল্লেখ করলেন অ্যাকাউন্টে পাঠানো টাকা দিয়ে ট্যাব কিনে নেওয়ার কথা।

Bengal CM Mamata Banerjee write a letter to 9.5 lakhs student ।Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:December 27, 2020 9:37 am
  • Updated:December 27, 2020 10:11 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী বছর আর এরকম খারাপ কাটবে না। এই আশার বার্তা দিয়ে রাজ্যের সাড়ে ৯ লক্ষ দ্বাদশ শ্রেণির পড়ুয়াকে চিঠি পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জানালেন নববর্ষের শুভেচ্ছা। চিঠিতে উল্লেখ করলেন অ্যাকাউন্টে পাঠানো টাকা দিয়ে ট্যাব কিনে নেওয়ার কথা। আশীর্বাদ দিয়ে ছাত্রছাত্রীদের সুস্থতাও কামনা করলেন মুখ্যমন্ত্রী।

চলতি বছরের মার্চ থেকে বদলে গিয়েছে গোটা রাজ্য। করোনার (Coronavirus) দাপটে বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান। ভাইরাস সংক্রমণ এড়াতে জারি হয়েছে একাধিক বিধিনিষেধ। বাংলায় সংক্রমণের গ্রাফ কিছুটা নিম্নমুখী ঠিকই। তবে পুরোপুরি সংক্রমণমুক্ত এখনও হয়নি। তার ফলে দুশ্চিন্তায় জারি রয়েছে প্রায় সবসময়। এই পরিস্থিতিতে পিছিয়ে গিয়েছে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা। আগামী বছরের জুনে এই দুটি পরীক্ষা হবে বলেই সরকারিভাবে রুটিনের মাধ্যমে দিনক্ষণও জানিয়ে দেওয়া হয়েছে। তবে আগামী বছর আর এরকম খারাপ কাটবে না বলেই আশাবাদী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের প্রায় সাড়ে ৯ লক্ষ দ্বাদশ শ্রেণির পড়ুয়াকে নববর্ষে শুভেচ্ছা জানিয়ে চিঠি পাঠালেন তিনি।

Advertisement

Mamata

Advertisement

[আরও পড়ুন: সুদীপ্ত সেনের চিঠি বয়ান হিসেবে গ্রহণ করল আদালত, সার্টিফায়েড কপি হাতে পেলেন কুণাল ঘোষ]

রাজ্যের ছাত্রছাত্রীদের প্রতি বরাবরই সহৃদয় রাজ্য সরকার (West Bengal Government। বিভিন্ন ক্লাসের পড়ুয়াদের জন্য রাজ্য সরকারের তরফে নানা সামগ্রী দেওয়া হয়। চলতি বছর করোনার কারণে মাধ্যমিক পরীক্ষার্থী আড়াই মাসের মতো স্বশরীরে স্কুলে উপস্থিত থেকে ক্লাস করতে পেরেছে। উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের ক্ষেত্রে মেলেনি সেই সুযোগও। তাই তাদের ভরসা অনলাইন ক্লাস। তবে অনেকের কাছে স্মার্টফোন না থাকার দরুণ ক্লাস করতে সমস্যা হয়েছে। সে সমস্যা দূর করতে নবান্নে সাংবাদিক বৈঠকে পড়ুয়াদের ট্যাব দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। পরবর্তী ট্যাব কেনায় সমস্যা হওয়ার ফলে পড়ুয়াদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর কথাও জানান তিনি। সেকথা দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের পাঠানো চিঠিতেও উল্লেখ করেন রাজ্যের প্রশাসনিক প্রধান। অ্যাকাউন্টে পাঠানো টাকা দিয়ে অবশ্যই ট্যাব কিনে নেওয়ার কথাও বলেন তিনি। সকল ছাত্রছাত্রীকে আশীর্বাদ দিয়ে এবং তাদের সুস্থতা কামনা করে চিঠি শেষ করেন মুখ্যমন্ত্রী।

[আরও পড়ুন: তিনদিনের লড়াই শেষ, এজেসি বোস রোড ফ্লাইওভারে দুর্ঘটনায় মৃত্যু আরও ২ জনের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ