Advertisement
Advertisement

Breaking News

Bengal GUV Jagdeep Dhankhar

ফের Delhi সফরে রাজ্যপাল Jagdeep Dhankhar, কারণ নিয়ে জোর জল্পনা

এর আগেও রাজ্য সরকারের বিরুদ্ধে নালিশ জানাতে দিল্লি পাড়ি দিয়েছিলেন রাজ্যপাল।

Bengal GUV Jagdeep Dhankhar leaves Kolkata to visits Delhi । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:July 17, 2021 11:01 am
  • Updated:July 17, 2021 11:09 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আচমকা দিল্লি সফরে রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)। শনিবার সকালের বিমানে দিল্লি রওনা দেন তিনি। ঠিক কী কারণে আবারও রাজধানী সফর বাংলার রাজ্যপালের, তা নিয়ে জল্পনা তুঙ্গে।

রাজ্যপাল হিসাবে বাংলার দায়িত্ব নেওয়ার পর থেকে রাজ্য সরকারের সঙ্গে বারবার সংঘাতে জড়িয়েছেন জগদীপ ধনকড়। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বারবার তোপ দেগেছেন তিনি। পুলিশের (Police) ভূমিকা নিয়েও তুলেছেন প্রশ্ন। অসন্তোষের কথা কখনও টুইটে আবার কখনও চিঠি দিয়ে নবান্নকে জানিয়েছেন তিনি। বিধানসভা নির্বাচনের (Assembly Election) পর তৃতীয়বার রাজ্যের মসনদে বসেছে শাসকদল তৃণমূল (TMC)। তারপর থেকে সংঘাত যেন অন্য মাত্রা পেয়েছে। রাজ্যে ভোট পরবর্তী হিংসার (Post Poll Violation) অভিযোগেও সরব হয়েছেন রাজ্যপাল। তাঁর সঙ্গে দেখা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। চা চক্রের পর রীতিমতো তাঁকে পাশে বসিয়ে সাংবাদিক বৈঠক করেছেন রাজ্যপাল। বাংলার আইনশৃঙ্খলা নিয়ে কার্যত উদ্বেগ প্রকাশ করেছেন জগদীপ ধনকড়। অভিযোগ, রাজ্যপাল বিজেপি নেতৃত্বের কথা মতো কাজ করেন। যদিও সে অভিযোগ নস্যাৎও করেছেন তিনি। 

Advertisement

[আরও পড়ুন: গুরুতর অসুস্থ সাধন পাণ্ডে, ফুসফুসে সংক্রমণ নিয়ে ভরতি হাসপাতালে]

সম্প্রতি বিধানসভার বাজেট অধিবেশনের বক্তৃতা নিয়েও রাজ্যের সঙ্গে সংঘাতে জড়িয়েছেন রাজ্যপাল। রাজ্যের লেখা ভাষণে বর্তমান পরিস্থিতির কথা উল্লেখ নেই বলেই অভিযোগ করেন তিনি। যদিও রাজ্যের লিখে দেওয়া বয়ান অনুযায়ী বিধানসভার বাজেট অধিবেশনের শুরুতে প্রোটোকল মেনে ভাষণ দেন ধনকড়। তবে ওয়াকিবহাল মহলের মতে, তা সত্ত্বেও রাজ্যপালের সঙ্গে রাজ্যের সংঘাত মোটেও মেটেনি। এর আগেও দিল্লি পাড়ি দিয়েছেন তিনি। দেখা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সঙ্গে। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলে নালিশও জানান তিনি। বর্তমান পরিস্থিতিতে রাজ্যপালের আচমকা দিল্লি সফর নিয়ে নয়া জল্পনা মাথাচাড়া দিয়েছে। ঠিক কী কারণে হঠাৎ করে শনিবার সকালের বিমানে তড়িঘড়ি দিল্লি পাড়ি দিলেন তিনি, তা নিয়েই তৈরি হয়েছে ধোঁয়াশা।

Advertisement

[আরও পড়ুন: উত্তরপ্রদেশের স্কুলের সিলেবাসে বাদ রবীন্দ্রনাথ, জুড়ল রামদেব! তীব্র নিন্দায় ব্রাত্য বসু]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ