Advertisement
Advertisement
এসএসসি

এবার এসএসসি চাকরিপ্রার্থীদের পাশে প্রেসিডেন্সি, অনশনের ডাক পড়ুয়াদের

অনশনকারীদের সমর্থনে সোমবার পথে নামছেন প্রেসিডেন্সি ও যাদবপুরের পড়ুয়ারা৷

Bengal students express solidarity with SSC protesters
Published by: Tanujit Das
  • Posted:March 25, 2019 1:13 pm
  • Updated:March 25, 2019 1:38 pm

দীপঙ্কর মণ্ডল: এসএসসি চাকরিপ্রার্থীদের আন্দোলনকে সমর্থন জানালেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। তাঁদের পাশে দাঁড়িয়ে সোমবার সন্ধ্যা থেকে প্রেসিডেন্সি কলেজ স্ট্রিট ক্যাম্পাসে প্রতীকী অনশনে বসার ঘোষণা করলেন তাঁরা৷ অন্যদিকে এই ইস্যুতে একই দিনে কলেজ স্ট্রিটে বিক্ষোভ দেখাবে বাম ছাত্র সংগঠন আইসা৷ এছাড়া মানবাধিকার সংগঠন এপিডিআর-এর ডাকে সোমবার সুবোধ মল্লিক স্কোয়্যার থেকে প্রেস ক্লাব পর্যন্ত মিছিল হতে চলেছে৷ যেখানে যোগদানের কথা রয়েছে প্রেসিডেন্সি, যাদবপুর ও মেডিক্যাল কলেজের পড়ুয়াদের৷

[ আরও পড়ুন:  দমদমের পর কালীঘাট, চোর সন্দেহে হাত-পা বেঁধে গণধোলাইয়ে মৃত যুবক ]

Advertisement

সোমবার ২৬ দিনে পড়ল ধর্মতলায় এসএসসি চাকরি প্রার্থীদের এই অনশন। এই দিনটা অতিক্রম করলেই মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ২৬ দিন অনশনের রেকর্ড ভেঙে দেবেন এসএসসি চাকরিপ্রার্থীরা৷ সূত্রের খবর, এদিনই ‘যুবছাত্র অধিকার মঞ্চ’ একটা নতুন কর্মসূচী নিতে চলেছেন৷ ২৬তম দিনে ২৬ মিনিট বাকরুদ্ধ অনশন পালন করতে চলেছেন তাঁরা৷ মুখে কলো কাপড় বেঁধে এই ২৬ মিনিটের অনশনে অংশ নেবেন বুদ্ধিজীবীরা৷ এদিন দুপুরে ওয়েলিংটন থেকে প্রেস ক্লাব পর্যন্ত মিছিল করবেন বুদ্ধিজীবীরা৷ রবিবারই এসএসসি চাকরিপ্রার্থীদের পাশে দাঁড়ান দাদাসাহেব ফালকে পুরস্কারপ্রাপ্ত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়৷ রাজ্য সরকারের অবস্থানের সমালোচনা খোলা চিঠি লেখেন তিনি৷ জানান, চাকরিপ্রার্থীদের সমস্যা সমাধানে রাজ্য সরকার কোনও সদর্থক ভূমিকা পালন করছে না৷ যা অত্যন্ত বেদনাদায়ক। এটা নির্দয় মনোভাবের বহিঃপ্রকাশ৷ রাজ্যে সরকারের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করেও, দেশের প্রবাদ প্রতিম এই অভিনেতা অনুরোধ করেন, যেন দ্রুততার সঙ্গে এই চাকরিপ্রার্থীদের সমস্যা সমাধানের ব্যবস্থা করা হয়৷

Advertisement

[ আরও পড়ুন:  শক্তি প্রদর্শনে সাহসী পদক্ষেপ বিজেপির, ব্রিগেডের দিন উত্তরবঙ্গেও সভা মোদির ]

ওইদিনই অনশন মঞ্চে যান নিখিল বঙ্গ শিক্ষক সমিতি, বৃহত্তর গ্রাজুয়েট টিচার্স অ্যাসোসিয়েশনর শিক্ষকরা৷ অন্যদিকে শনিবার থেকেই পুলিশের বিরুদ্ধে ভয় দেখিয়ে অনশন তোলার অভিযোগে সরব হন এসএসসি চাকরিপ্রার্থীরা৷ তাঁরা জানান, শনিবার দুপুরে কলকাতা পুলিশের কয়েকজন আধিকারিক এসে কার্যত হুমকি দিয়ে তাঁদের শান্তিপূর্ণ অনশন তুলে দেওয়ার চেষ্টা করেন৷ তাঁদের বলেন, সেনার তরফে নাকি আপত্তি করা হয়েছে৷ তাই অনশন মঞ্চ তুলে দিতে হবে৷ নাহলে আইনি প্রক্রিয়ায় অনশন তুলে দেওয়া হবে৷ যদিও পুলিশের হুঁশিয়ারির পরেও অনশন চালিয়ে যাওয়ায় সিদ্ধান্ত নেন তাঁরা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ