Advertisement
Advertisement

Breaking News

ঘূর্ণাবর্তের জেরে পুজোয় ভিজবে মহানগর

বাড়বে গরমের অস্বস্তিও৷ জানাল আবহাওয়া দফতর৷

Bengal will get rain at Durga Puja
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 5, 2016 8:58 am
  • Updated:October 5, 2016 8:58 am

স্টাফ রিপোর্টার: পুজোয় ভিজবে মহানগর৷ কখনও ঘামে, কখনও বৃষ্টিতে৷ ওড়িশা সংলগ্ন উত্তর-পূর্ব বঙ্গোপসাগর উপকূলে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল৷ শরতের নীল আকাশ ঢেকে গিয়েছিল মেঘের চাদরে৷

পুজোকর্তাদের কপালের ভাঁজ বাড়িয়ে কলকাতা ও সংলগ্ন অঞ্চলে হালকা বৃষ্টিও শুরু হয়েছিল৷ কিন্তু ওই পর্যন্তই৷ চোখ রাঙিয়ে দুর্বল হয়ে পড়েছে ঘূর্ণাবর্ত৷ তবে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের আকাশে মেঘ রয়ে গিয়েছে৷ রয়েছে জলীয় বাষ্প৷ এই দুইয়ের প্রভাবে মঙ্গলবার ঘেমে নেয়ে একশা হয়েছেন মহানগরের মানুষ৷ আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা জি সি দাস জানিয়েছেন, এদিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.১ ডিগ্রি সেলসিয়াস৷ যা চলতি বর্ষার মরশুমে সর্বোচ্চ রেকর্ড৷ অস্বস্তিসূচক ছিল ৬১৷

Advertisement

সাধারণত সূচক পঞ্চান্নর বেশি হলেই অস্বস্তি শুরু হয়৷ ফলে, এদিনের গুমোট গরমে নাকাল হয়েছেন শাহরবাসী৷ আবহাওয়াবিদরা জানিয়েছেন, পুজোর কদিন এই অস্বস্তির গরম থাকবে৷ সঙ্গী হবে হালকা থেকে মাঝারি বৃষ্টি৷ অর্থাৎ ঘামে এবং বৃষ্টিতে, দুভাবেই ভিজবে মানুষ৷ আলিপুর আবহাওয়া দফতরের ওয়েবসাইটেও ১০ অক্টোবর পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷ কোথাও কোথাও বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া৷

Advertisement

তবে একটা বিষয়ে আবহাওয়াবিদরা একমত, পুজোয় ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই৷ উত্তরবঙ্গে অবশ্য বৃষ্টির দাপট একটু বেশি থাকবে বলেই মনে করা হচ্ছে৷ পুজো মাটি হয়ে যাওয়ার মতো দুর্যোগ কিছু হবে না বলেই জানিয়েছেন আবহাওয়াবিদরা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ