Advertisement
Advertisement

নির্বাচনের দিন অভ্যেস মতোই আড়ালে রইলেন প্রার্থী মমতা, ভোট দিলেন আত্মবিশ্বাসের সঙ্গে

বিকেল ৪টে ২৩ মিনিট নাগাদ বাবার সঙ্গে ভোট দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Bhabanipur bypolls: Mamata Banerjee casts vote with confidence
Published by: Sulaya Singha
  • Posted:September 30, 2021 5:03 pm
  • Updated:September 30, 2021 7:17 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোটের দিন বুথে বুথে ঘুরে ভোটারদের সঙ্গে দেখা করেন প্রায় সমস্ত প্রার্থীই। কিন্তু এ বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) হাঁটেন উলটো পথেই। প্রার্থী হিসেবে সাধারণত নির্বাচনের দিন নিজেকে আড়ালেই রাখেন তিনি। বৃহস্পতিবারও যার ব্যতিক্রম হল না। ভবানীপুর উপনির্বাচনে তাঁকে দেখা গেল শুধু ভোটদানের সময়।

চলতি বছর মার্চ-এপ্রিলে বিধানসভা ভোটের সময় নন্দীগ্রামের (Nandigram) তৃণমূল প্রার্থী হিসেবে লড়াইয়ে নেমেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামে ১ এপ্রিল ভোটের দিনও দুপুর পর্যন্ত বাইরে আসেননি তিনি। বিক্ষিপ্ত অশান্তির কথা কানে গেলে বিকেলের দিকে বুথ পরিদর্শনে বেরোন। তারপরই কার্যত নন্দীগ্রামের ভয়ের পরিবেশ বদলায়। কাটে আতঙ্কের আবহ। বুথমুখী হন আমজনতা। নির্ভয়ে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন তাঁরা। এদিন অবশ্য বিরাট কোনও উত্তেজনা সৃষ্টি না হওয়ায় অভ্যেস মতো নিজেকে আড়ালেই রেখেছিলেন মমতা। 

Advertisement

Advertisement

[আরও পড়ুন: WB By-Election: ভবানীপুরের ভোট নিয়ে ফিরহাদ, সুব্রতর টুইটে বিতর্ক! বিজেপির অভিযোগ ওড়ালেন দুই মন্ত্রী]

বেলা ৩টে ১২ মিনিট নাগাদ মিত্র ইনস্টিটিউশনে এসে নিজের ভোট দেন তিনি। বুথে প্রবেশের আগে উপস্থিত ভোটারদের উদ্দেশে নমস্কার করেন। তারপরই ঢুকে পড়েন ভোট দিতে। ৩.১৬ মিনিটেই ভোটদান সেরে গাড়িতে উঠে পড়েন। নিজের চেনা গড় ভবানীপুরে জয়ের বিষয়ে যে তিনি আত্মবিশ্বাসী, সে ইঙ্গিত ভোটের আগের দিনও মিলেছে। কারণ উপনির্বাচনের (Bhabanipur bypolls) ঠিক আগের দিন সন্ধেয় ইন্দ্রনীল সেনের বাড়িতে গানের আসরে উপস্থিত হয়েছিলেন তিনি। আর এদিনও অভ্যেস মতোই থাকলেন বাড়িতে। বেলা সাড়ে ৪টে নাগাদ ভোট দেওয়ার কথা থাকলেও খানিকটা আগেই নিজের গণতান্ত্রিক ক্ষমতা প্রয়োগ করলেন তিনি। 

এদিকে, বিকেল ৪টে ২৩ মিনিট নাগাদ বাবার সঙ্গে ভোট দিতে মিত্র ইনস্টিটিউশন পৌঁছে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সকালে তাঁর ভোট দেওয়ার কথা থাকলেও শেষ বেলাতেই আসেন তিনি।

[আরও পড়ুন: পুজোর মরশুমে বাড়তি পরিষেবা, যাত্রীদের সুবিধায় আগামী সপ্তাহ থেকে আরও বাড়ছে মেট্রো

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ