Advertisement
Advertisement

Breaking News

Gangasagar

গঙ্গাসাগরে এসে অসুস্থ বিহারের বাসিন্দা, এয়ার অ্যাম্বুল্যান্সে আনা হল কলকাতায়

এবারের সাগরমেলায় এয়ার অ্যাম্বুল্যান্সের সঙ্গে রয়েছে ওয়াটার অ্যাম্বুল্যান্সও।

Bihar resident falls sick in Gangasagar, evacuated in air ambulance | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:January 12, 2024 2:00 pm
  • Updated:January 12, 2024 2:00 pm

নব্যেন্দু হাজরা: গঙ্গাসাগরে অসুস্থ রোগীকে চিকিৎসা পাইয়ে দিল এয়ার অ্যাম্বুল্যান্স। তীর্থযাত্রীদের স্বাস্থ্য এবং সুরক্ষার কথা মাথায় রেখে গত কয়েক বছর ধরেই গঙ্গাসাগরে এয়ার অ্যাম্বুল্যান্স পরিষেবা রাখে রাজ্য সরকার। শুক্রবার সেই এয়ার অ্যাম্বুল্যান্সের (Air Ambulance) সুবাদেই প্রাণ বেঁচে যেতে পারে বিহারের মহিলার।

সূত্রের খবর, বিহারের (Bihar) সীতামারহীর বাসিন্দা বছর পঞ্চান্নর সুমিত্রা দেবী। তিনি গঙ্গাসাগরে এসেছিলেন মকর স্নানের উদ্দেশে। কিন্তু শুক্রবার সকালে আচমকাই অসুস্থ হয়ে পড়েন। ভিড়ের মধ্যে থেকে তাঁকে তুলে নিয়ে যাওয়া হয় মেডিক্যাল ক্যাম্পে। সেখানে চিকিৎসকরা পরীক্ষা করে জানান সুমিত্রা দেবীর ট্রানজিয়েন্ট ইসকিমিক অ্যাটাক (TIA) হয়েছে। মস্তিষ্কে রক্ত সঞ্চালনব্যাহত হলে এই স্ট্রোক হয়।

Advertisement

[আরও পড়ুন: তৃণমূল বিধায়ক জাকির হোসেনের বাড়িতে কুবেরের ধন! উদ্ধার নগদ কোটি কোটি টাকা]

চিকিৎসকরা সুমিত্রা দেবীকে অবিলম্বে কলকাতায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এমআর বাঙ্গুরে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। তারপরই স্থানীয় প্রশাসন সুমিত্রাদেবীকে এয়ার অ্যাম্বুলেন্সে করে কলকাতায় পাঠানোর ব্যবস্থা করা হয়। ওই হেলিকপ্টার সাগর থেকে আসার কথা ডুমুরজোলায়। সেখান থেকে ওই রোগীকে পাঠানো হবে এমআর বাঙ্গুরে (MR Bangur)।

Advertisement

[আরও পড়ুন: কাকভোরে ভয়াবহ অগ্নিকাণ্ড সল্টলেকে, পুড়ে ছাই এফডি মার্কেটের বহু দোকান]

গত কয়েক বছরের মতো এবারও গঙ্গাসাগর মেলায় স্বাস্থ্য পরিষেবায় বিশেষ জোর দিয়েছে রাজ্য সরকার। পুণ্যার্থীদের জন্য ২ হাজার ২৫০টি সরকারি বাস ও ৫০০টি বেসরকারি বাসের বন্দোবস্ত করা হয়েছে। পুণ্যার্থীদের সুবিধায় সব বাসে থাকবেন সাগরবন্ধুরা। শিয়ালদহ শাখায় চলছে অতিরিক্ত ট্রেন। নিরাপত্তার স্বার্থে থাকবে ১০০টি অ্যাম্বুল্যান্স, ১টি এয়ার অ্যাম্বুল্যান্স এবং ৪টি ওয়াটার অ্যাম্বুল্যান্স রাখা হচ্ছে। শুক্রবার সেই এয়ার অ্যাম্বুল্যান্স পরিষেবা দেওয়া শুরু করল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ