Advertisement
Advertisement
Dilip Ghosh

ফের বেফাঁস দিলীপ ঘোষ, মহিলা ও তৃতীয় লিঙ্গের মানুষদের অপমান বিজেপি নেতার

তাঁর মন্তব্যের তীব্র সমালোচনায় সরব প্রায় সকলেই।

BJP leader Dilip Ghosh's comment sparks fresh row । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:October 16, 2022 1:41 pm
  • Updated:October 16, 2022 1:49 pm

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: তৃণমূল নেতাকে পালটা জবাব দিতে গিয়ে ফের বেফাঁস মন্তব্য দিলীপ ঘোষের (Dilip Ghosh)। মহিলা এবং তৃতীয় লিঙ্গের মানুষদের অপমান বিজেপির সর্বভারতীয় সহ সভাপতির। তাঁর মন্তব্যের তীব্র সমালোচনায় সরব প্রায় সকলেই।

ঘটনার সূত্রপাত শুক্রবার। ওইদিন সকালে বেলদায় প্রাতঃভ্রমণে বেরিয়ে বিক্ষোভের মুখে পড়েন দিলীপ ঘোষ। ১০০ দিনের টাকা পাচ্ছেন না বলে অভিযোগও জানান। পালটা ‘বুকে পা তুলে দেওয়া’র হুঁশিয়ারি দেন দিলীপ। বিজেপি নেতার এই মন্তব্য নিয়ে শোরগোল শুরু হয়ে যায়। কীভাবে একথা বলতে পারেন তিনি, তা নিয়ে জোর আলোচনা চলতে শুরু করে। এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে দিলীপ ঘোষকে পালটা জবাব দেন দক্ষিণ ২৪ পরগনার বজবজ দু’নম্বর ব্লক তৃণমূল সহ সভাপতি বুচান বন্দ্যোপাধ্যায়। তাঁর হুঁশিয়ারি, “আমি বুচান বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ করছি যদি এক বাপের বেটা হও সাতগাছিয়া বিধানসভায় কোনও তৃণমূল কর্মীর বুকে পা তোলো, তোমাকে জ্যান্ত ছাড়বে না। ব্যালট বক্সে চু কিতকিত করে খেলব তো? আমাদের মেয়েরা খেলবে। পুরুষদের খেলতে হবে না। ওরাই খেলে জিতবে।”

Advertisement

[আরও পড়ুন: চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, সংক্রমণের শীর্ষে উত্তর ২৪ পরগনা, উদ্বেগজনক কলকাতার পরিস্থিতিও]

রবিবার নিউটাউনের ইকো পার্কে হাঁটতে বেরিয়ে একাধিক ইস্যুতে মুখ খোলেন দিলীপ ঘোষ। তৃণমূল নেতা বুচানের মন্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, “মহিলাদের সঙ্গেই থাকুন। কাপুরুষরা, হিজরারা মহিলাদের সঙ্গে নিজেদের সুরক্ষিত মনে করে। দিলীপ ঘোষের সামনে এসো না, বুকের উপর পা দিয়ে চলে যাবে।”

Advertisement

এদিন আরও একাধিক ইস্যুতেই মুখ খোলেন দিলীপ ঘোষ। অনুব্রতকন্যা সুকন্যা মণ্ডলকে ইডি তলব নিয়েও মন্তব্য করেন তিনি। বিজেপির সর্বভারতীয় সহ সভাপতির কথায়, “দিল্লিতে অনেককে তলব করবে। শেষে বাবার কাছে যেতে হবে। একদিন দেখা যাবে সর্বোচ্চ স্তরের মানুষরাও দুর্নীতিতে যুক্ত। যারা সরকারে আছেন তার থেকে সবাই সুবিধা নিয়েছেন। ডালপালা ধরে সবাই আস্তে আস্তে যাচ্ছে কাণ্ডের দিকে।”

[আরও পড়ুন: চলন্ত ট্রেন থেকে যুবককে ধাক্কা, ভগবানকে প্রণাম করে নিজের আসনে বসল সহযাত্রী, ভাইরাল ভিডিও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ