Advertisement
Advertisement

Breaking News

Rudranil Ghosh

ভবানীপুরে ত্রাণ বিলি করতে গিয়ে ‘চড়’ খেলেন রুদ্রনীল, পুলিশের দ্বারস্থ অভিনেতা

গোটা ঘটনায় ক্ষুব্ধ অভিনেতা তথা বিজেপি নেতা।

BJP leader Rudranil Ghosh attacked at Bhabanipur while distributing relief | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Sulaya Singha
  • Posted:May 28, 2021 4:15 pm
  • Updated:May 28, 2021 5:33 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা আবহে বিজেপি নেতাদের ময়দানে নেমে কাজ করার নির্দেশ দিয়েছিল রাজ্য নেতৃত্ব (WB BJP)। অতিমারীর সময় তাই গেরুয়া শিবিরের অনেক নেতাকেই সাধারণ মানুষের পাশে থাকতে দেখা যাচ্ছে। কিন্তু ভবানীপুরে ত্রাণ বিলি করতে গিয়ে ‘হামলা’র মুখে পড়তে হল অভিনেতা তথা বিজেপি নেতা রুদ্রনীল ঘোষকে (Rudranil Ghosh)। তাঁকে চড় মারা হয়েছে বলে অভিযোগ বিজেপি নেতার।

গোটা দেশের মতোই করোনার (Corona Virus) দ্বিতীয় ঢেউয়ে বিধ্বস্ত রাজ্যও। অনেক নেতা-নেত্রীই নিজেদের মতো করে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। তেমনই শুক্রবার ভবানীপুর এলাকায় ত্রাণ দিতে পৌঁছেছিলেন রুদ্রনীল। ৭১ নম্বর ওয়ার্ডের প্রায় ৩০০ পরিবারের হাতে ত্রাণের সামগ্রী তুলে দেন। কিন্তু তারপরই হামলার মুখে পড়েন তিনি। অভিযোগ, ভবানীপুরের তৃণমূল নেতা বাবলু সিংহের নেতৃত্বে তাঁর উপর হামলা করা হয়। এমনকী অভিনেতাকে চড়ও মারা হয়। “ত্রাণ দিতে এসে মার খেয়ে গেলাম। রুদ্রনীল ঘোষকে সোজা চড় মেরে দিল! এসব কী চলছে রাজ্যে? কেউ ত্রাণও দিতে পারবে না? আমার সঙ্গীদেরও মারা হয়েছে।” বলে দেন ক্ষুব্ধ রুদ্রনীল।

Advertisement

[আরও পড়ুন: স্বাভাবিক অক্সিজেনের মাত্রা, কথাও বলছেন করোনা আক্রান্ত বুদ্ধদেব ভট্টাচার্য, জানাল হাসপাতাল]

ঘটনায় বিস্মিত ও ক্ষুব্ধ রুদ্রনীল কালীঘাট থানায় (Kalighat PS) তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ জানাচ্ছেন। যদিও অভিনেতাকে মারধরের ঘটনার অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের ওয়ার্ড প্রেসিডেন্ট বাবলু সিং। তাঁর কথায়, রুদ্রনীলকে শুধু জিজ্ঞেস করা হয়েছিল ত্রাণ দেওয়ার প্রশাসনিক অনুমতি তাঁর কাছে আছে কি না, তাতেই মেজাজ হারান অভিনেতা। 

Advertisement

উল্লেখ্য, এর আগেও একাধিকার স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়তে হয়েছে রুদ্রনীলকে। একুশের বিধানসভায় (Bengal Polls 2021) ভবানীপুরের বিজেপি প্রার্থী হিসেবে প্রচারে বেরিয়ে তিনি বাধাপ্রাপ্ত হয়েছিলেন। তাঁকে ঘিরে গো-ব্যাক স্লোগানও উঠেছিল। এবার ত্রাণ বিলি করতে গিয়ে ‘হামলা’র মুখে পড়তে হল তাঁকে।

[আরও পড়ুন: নারদ কাণ্ডে ধৃত ৪ হেভিওয়েট নেতা-মন্ত্রীর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করল কলকাতা হাই কোর্ট]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ