Advertisement
Advertisement
Agnimitra Paul

বাংলায় নারী নির্যাতনের প্রতিবাদে বিধানসভা বয়কট বিজেপির, মুখ্যমন্ত্রীকে তোপ অগ্নিমিত্রার

ভাঙড় নিয়ে বিধানসভায় নিন্দা প্রস্তাব আনলেন নওশাদ সিদ্দিকি। 

BJP MLA Agnimitra Paul slams CM Mamata Banerjee | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:July 26, 2023 12:02 pm
  • Updated:July 26, 2023 4:34 pm

নব্যেন্দু হাজরা: রাজ্যে নির্যাতিত হচ্ছেন মহিলারা, কিন্তু মুখ্যমন্ত্রী কোনও পদক্ষেপ করছেন না! এই অভিযোগ তুলে বিধানসভা অধিবেশন বয়কট করল বিজেপি দল। বিধানসভার বাইরে থেকে বিজেপি বিধায়করা সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে। অগ্নিমিত্রা পলের কথায়, “বাংলায় নারীরা সুরক্ষিত নেই। ধর্ষণ-খুনের ঘটনা ঘটছে, না নিয়ে মুখ্যমন্ত্রী একটি কথাও বলছেন না। কিন্তু মণিপুরের জন্য কাঁদছেন।” এদিকে ভাঙড় নিয়ে বিধানসভায় নিন্দা প্রস্তাব আনলেন নওশাদ সিদ্দিকি। 

বুধবার বিধানসভা অধিবেশন মুলতুবি প্রস্তাব আনে বিজেপি। অভিযোগ, স্পিকার মুলতুবি প্রস্তাব পড়তে দেননি। এরপরই অধিবেশন ছেড়ে বেরিয়ে আসেন বিজেপির বিধায়করা। বিধানসভার বাইরে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ শুরু করেন তাঁরা। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন অগ্নিমিত্রা পল। মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করেন তাঁরা। অগ্নিমিত্রা পল বলেন, “সাতগাছিয়া থেকে পাঁচলা, বাংলার জেলায় জেলায় মেয়েরা অত্যাচারিত। কোথাও ধর্ষণের ঘটনা ঘটছে। কোথাও নগ্ন করে ঘোরানো হচ্ছে। সেদিকে মহিলা মুখ্যমন্ত্রীর কোনও ভ্রুক্ষেপ নেই। মণিপুর নিয়ে উনি কাঁদছেন। বাংলার মেয়েদের জন্য চোখের জল কোথায়?” অগ্নিমিত্রার কথায়, “মণিপুরে যা হয়েছে, তা অত্যন্ত নিন্দনীয়। কিন্তু বাংলার পরিস্থিতিকে আমরা অস্বীকার করতে পারি না।”

Advertisement

[আরও পড়ুন: স্কুল থেকে ফেরার পথে অপহরণ করে যৌন নির্যাতন! কোচবিহারে মৃত্যু নাবালিকার]

এদিকে ভোট পর্বে ভাঙড় উত্তাল হয়ে উঠেছিল। বোমা বারুদের স্তূপে পরিণত হয়েছিল এলাকা। একাধিক প্রাণহানি হয়েছে। এই পরিস্থিতিতে এবার বিধানসভায় নিন্দা প্রস্তাব আনলেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকি। 

Advertisement

[আরও পড়ুন: ভোট গণনার রাতে ভাঙড়ে অশান্তিতে পুলিশের জালে আরও ১, গ্রেপ্তার ISF-এর জয়ী প্রার্থী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ