Advertisement
Advertisement
BJP MLA Manoj Tigga

ফের গেরুয়া শিবিরে ভাঙন? পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে আরও এক BJP বিধায়ক

বিজেপির অন্দরে বেসুরো বহু নেতাই।

BJP MLA Manoj Tigga meets TMC leader Partha Chatterjee sparks controversy । Sangbad Pratidin

ছবি: প্রতীকী।

Published by: Paramita Paul
  • Posted:June 14, 2021 8:00 pm
  • Updated:July 25, 2022 12:30 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার তৃণমূলের (TMC) মহাসচিবের বাড়িতে আরও এক বিজেপি বিধায়ক। সোমবার এই সাক্ষাৎ ঘিরে ইতিমধ্যে জল্পনা শুরু হয়ে গিয়েছে।  তবে ফের ভাঙছে রাজ্যের প্রধান বিরোধী দল। যদিও গেরুয়া শিবিরের সেই বিধায়কের দাবি, নেহাতই সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছিলেন তিনি। 

এদিন সন্ধেয় পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) বাড়িতে গিয়েছিলেন বিজেপির প্রাক্তন পরিষদীয় দলনেতা মনোজ টিগ্গা। দু’জনের মধ্যে বেশকিছুক্ষণ কথাবার্তা হয়। এতেই তৈরি হয় জল্পনা। তবে কি এবার বিজেপি ছাড়ছেন মনোজ টিগ্গাও। যদিও সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন খোদ বিজেপি নেতা। পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে বেরিয়ে টিগ্গা জানান, “পার্থবাবুর মাতৃবিয়োগ হয়েছে। তাই সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলাম। এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই।” তাঁর এ হেন বিবৃতির পরও অবশ্য জল্পনা থামার কোনও লক্ষ্মণ নেই। 

Advertisement

[আরও পড়ুন: ‘বাংলাকে পরাধীন করতে দেব না’, বিজেপির ‘বঙ্গভঙ্গ’ ষড়যন্ত্রে গর্জে উঠলেন মমতা]

বঙ্গযুদ্ধে হারের পর থেকেই বিজেপির অন্দরের কোন্দল স্পষ্ট হয়েছে। বেসুরো ছোট থেকে বড় বহু নেতাই। বিভিন্ন এলাকায় দল ছাড়ছেন প্রাক্তন তৃণমূলীরা। কোথাও আবার নেতৃত্বের উপর অভিমান করে দল বিমুখ হচ্ছেন নেতারা। এবার কি সেই তালিকায় নতুন নাম জুড়ল। মনোজ টিগ্গাকে নিয়ে জল্পনা চলছেই। আসলে ২০১৬-২০২১ পর্যন্ত বিজেপির পরিষদীয় দলনেতা ছিলেন মনোজ টিগ্গা। এবার ভোটে হারলেও ৭৭টি আসন পেয়েছে গেরুয়া শিবির। এমন ‘সুসময়’ টিগ্গার বদলে বিধানসভায় বিজেপির ব্যাটন তুলে দেওয়া হয়েছে প্রাক্তন তৃণমূল নেতা শুভেন্দু অধিকারীর হাতে। ফলে ক্ষোভ থাকাটাই স্বাভাবিক। সেই ক্ষোভে কি দল ছাড়ছেন টিগ্গা, প্রশ্ন থেকেই যাচ্ছে। 

উল্লেখ্য, রবিবারই মাতৃবিয়োগ হয়েছে তৃণমূলের মহাসচিব তথা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। খবর পেয়েই তাঁর বাড়িতে ছুটেছিলেন বিজেপির আরেক বেসুরো নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। সোমবার সকালে তাঁর বাড়ি গিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়ও। 

Advertisement

[আরও পড়ুন: ‘গণতন্ত্র শ্বাস নিতে পারছে না’, শুভেন্দুদের সঙ্গে চা চক্রের পর বিস্ফোরক রাজ্যপাল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ