Advertisement
Advertisement

Breaking News

Bengal elections

কাউকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী না করেই বাংলায় লড়বে বিজেপি, জানালেন কৈলাস

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বেই বাংলা জয় করবেন বলেও দাবি করেন তিনি।

BJP to fight Bengal elections without projecting CM face

ফাইল ফটো

Published by: Soumya Mukherjee
  • Posted:August 23, 2020 9:09 pm
  • Updated:August 23, 2020 9:33 pm

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: কাউকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে তুলে না ধরেই পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে লড়াই করবে বিজেপি। শাসকদল তৃণমূলের বিরুদ্ধে যুদ্ধ নামবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উন্নয়নমূলক কাজকেই হাতিয়ার করে। রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথাই জানালেন বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয় (Kailash Vijayvargiya)।

এপ্রসঙ্গে তিনি বলেন, ‘এখনও পর্যন্ত আমাদের যা সিদ্ধান্ত হয়েছে তা অনুযায়ী মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে আমরা কাউকে তুলে ধরব না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বেই আমরা নির্বাচন লড়াই করে জিতব। একবার জয়ী হয়ে যাওয়া পরেই পরিষদীয় দল ও কেন্দ্রীয় নেতৃত্ব আলোচনার মাধ্যমে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কে হবেন তা ঠিক করবে। ‘

Advertisement

[আরও পড়ুন: ‘দলে গণতন্ত্র থাকলে বিভাজন হতে বাধ্য’! বঙ্গ বিজেপির কলহ নিয়ে মন্তব্য তথাগত রায়ের ]

প্রকাশ্যে ঘোষণা না করা হলেও বিজেপি (BJP) কি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে কারও নাম ভেবে রেখেছে? সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত ওই বিজেপি নেতা বলেন, ‘এর উত্তর সময়ই দেবে। তবে এখনও পর্যন্ত কারোর নাম ঠিক করা হয়েছে বলে আমার কাছে খবর নেই। বর্তমানে আমরা এই রাজ্যের ২৯৪টি বিধানসভা আসনের মধ্যে ২২০ থেকে ২৩০টি জেতার লক্ষ্য নিয়ে এগোচ্ছি। আশা করছি লোকসভা ভোটের মতো এবারও আমরা লক্ষ্যপূরণ করতে পারব। এক্ষেত্রে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে কাউকে সামনে রাখা না হলেও কোনও সমস্যা হবে না।’

Advertisement

[আরও পড়ুন: সুপারের ঘর থেকে ভেসে এল আর্তনাদ, ‘পরকীয়া’র মর্মান্তিক পরিণতির সাক্ষী কলকাতার হাসপাতাল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ