Advertisement
Advertisement

Breaking News

BJP

বিজেপির মুলতুবি প্রস্তাব খারিজে তুমুল হট্টগোল, বিধানসভা থেকে ওয়াক আউট শুভেন্দুদের

এদিকে, শুভেন্দু-সহ বিজেপি বিধায়কদের বিরুদ্ধে অধিবেশনে রাজ্য সঙ্গীত চলাকালীন বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।

BJP walked out from WB assembly after adjournment motion rejected | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Sulaya Singha
  • Posted:February 9, 2024 1:00 pm
  • Updated:February 9, 2024 1:36 pm

নব্যেন্দু হাজরা: শুক্রবার বিধানসভায় তুমুল হট্টগোলের পর ওয়াক আউট করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ গেরুয়া শিবিরের বাকি বিধায়করা।

চা শ্রমিকদের জমির পাট্টাদান নয়, বরং জমির মালিকানা দিতে হবে। এ নিয়ে মুলতুবি প্রস্তাব আনে রাজ্যের প্রধান বিরোধী দল। বিজেপি বিধায়ক মনোজ ওরাওকে প্রস্তাব পাঠ করতে দেওয়া হলেও এ নিয়ে আলোচনার অনুমতি দেননি স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। আর তাতেই শুরু হয় হট্টগোল। বিধানসভার ভিতরই স্লোগান তুলে বিক্ষোভ দেখাতে শুরু করেন পদ্মশিবিরের বিধায়করা। এর পরই ওয়াক আউট করেন তাঁরা। 

Advertisement

[আরও পড়ুন: দেবের রাজনৈতিক ভবিষ্যৎ কী? জল্পনার মাঝেই অভিষেকের সঙ্গে বৈঠকে তারকা সাংসদ]

মনোজ ওরাও জানিয়ে দেন, চা শ্রমিকদের অধিকার পূরণে সঠিক ভূমিকা গ্রহণ করছে না প্রশাসন। তাঁদের পাট্টাদান করলে চলে না। মালিকানা দিতে হবে। যখন-তখন চাবাগান বন্ধ করার সিদ্ধান্তে সমস্যায় পড়ছেন শ্রমিকরা। সেই বিষয়েও কোনও পদক্ষেপ করা হচ্ছে না। তাই আগামী দিনেও তাঁরা শ্রমিকদের হয়ে সুর চড়াবেন। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) গলাতেও একই সুর। তিনি বলেন, বাজেটে চা শ্রমিকদের জন্য যে ঘোষণা করা হয়েছে, তাতে তাঁরা উপকৃত হবেন না।

Advertisement

এদিকে, শুভেন্দু-সহ বিজেপি বিধায়কদের বিরুদ্ধে অধিবেশনে রাজ্য সঙ্গীত চলাকালীন বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। যার বিরুদ্ধে শোভনদেব চট্টাপাধ্যায় এবং নির্মল ঘোষ অভিযোগ দায়ের করেছেন অধ্যক্ষের কাছে। সেই অভিযোগ অধিবেশনে খতিয়ে দেখার ঘোষণা করেন বিমান বন্দ্যোপাধ্যায়।

[আরও পড়ুন: শুটিংয়ে গুরুতর আহত ভিকি কৌশল! হাতে প্লাস্টার, বিশেষ খেয়াল রাখছেন স্ত্রী ক্যাটরিনা!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ