Advertisement
Advertisement

তৃণমূলের আগে প্রার্থী ঘোষণা নয়, শাসকদলের মোকাবিলায় নয়া কৌশল বিজেপির

বিজেপির টার্গেটে শাসকদলের একাধিক নেতা-মন্ত্রী-সাংসদ৷

BJP will announce their candidate list after TMC
Published by: Tanujit Das
  • Posted:March 5, 2019 9:20 pm
  • Updated:March 5, 2019 10:23 pm

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: লোকসভা নির্বাচনে এরাজ্যের প্রার্থী তালিকা ঘোষণা করা নিয়ে কোনওরকম তাড়াহুড়ো করতে নারাজ বিজেপি৷ সূত্রের খবর, এবিষয়ে তৃণমূল কংগ্রেসের দিকে নজর রাখছে গেরুয়া শিবির৷ অর্থাৎ শাসকদল প্রার্থী তালিকা ঘোষণা না করা পর্যন্ত নিজেদের লোকসভার প্রার্থী তালিকা ঘোষণা করবে না বিজেপি৷ ফলে দোলের আগে গেরুয়া শিবির তাঁদের আস্তিনের তাস প্রকাশ্যে আনবে না বলেই রাজ্যে বিজেপি সূত্রে খবর৷

[শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনাতেও মিলল না সমাধান সূত্র, চলবে এসএসসি প্রার্থীদের অনশন]

Advertisement

জানা গিয়েছে, তৃণমূল কংগ্রেসের কোন কোন প্রার্থী এবার টিকিট পাবে না, সেদিকে কড়া নজর রাখছে গেরুয়া শিবির৷ তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পরই, সেই সমস্ত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করবে পদ্ম শিবির৷ এবং তাঁদের মধ্যে থেকে কাউকে কাউকে দলে যোগদান করিয়ে প্রার্থী করা হতে পারে লোকসভা নির্বাচনে৷ সম্প্রতি তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লিখিয়েছেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ, একদা শাসক ঘনিষ্ঠ আইপিএস ভারতী ঘোষ ও তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন সভাপতি শঙ্কুদেব পণ্ডা৷ এদের দলে নেওয়া নিয়ে রাজ্য বিজেপির একাংশের ক্ষোভ থাকলেও, দল বাড়াতে কর্মীদের মন বড় করার বার্তা দিয়েছেন বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়৷ সাম্প্রতিক একটি কর্মসূচিতে হাজির থেকে কৈলাস স্পষ্ট ভাষায় জানান, তৃণমূল কংগ্রেসকে ভেঙেই এরাজ্যে ভীত শক্ত করবে বিজেপি৷ শাসকদল এক সময় যেভাবে অন্যদলকে ভাঙাত, সেভাবেই এবার শাসকদলে ফাঁটল ধরাবে বিজেপি৷

Advertisement

[ঝগড়া এখনও মেটেনি, ভারতীকে পাশে বসিয়ে কেন এমন বললেন দিলীপ?]

সূত্রের খবর সৌমিত্র খাঁ থেকে শুরু করে ভারতী ঘোষ, সকলকেই আসন্ন লোকসভা নির্বাচনে প্রার্থী করবে গেরুয়া শিবির৷ বিষ্ণুপুর থেকে লড়তে পারেন সৌমিত্র এবং ভারতী ঘাটাল থেকে প্রার্থী হবেন৷ সূত্রের খবর, বর্তমানে তৃণমূলের একাধিক নেতা-মন্ত্রী-সাংসদের সঙ্গে সম্পর্ক রেখে চলেছেন মুকুল রায়৷ শীঘ্রই বিজেপিতে যোগদান করতে পারেন তৃণমূল থেকে বহিষ্কৃত বোলপুরের সাংসদ অনুপম হাঁজরা৷ এবং কোচবিহারের তৃণমূল সাংসদ পার্থপ্রতিম রায়৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ