Advertisement
Advertisement
হাই কোর্ট

এবার হাই কোর্টে গেরুয়া ঝড়, বার অ্যাসোসিয়েশনের ভোটে চমকপ্রদ ফল বিজেপির

১৫টির মধ্যে ৮টি পদে জয় বিজেপির, তৃণমূলের দখলে একটি আসন৷

BJP wins bar association voting in Calcutta High Court
Published by: Tanujit Das
  • Posted:July 23, 2019 5:59 pm
  • Updated:July 23, 2019 11:53 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার হাই কোর্টের বার অ্যাসোসিয়েশনের নির্বাচনেও গেরুয়া ঝড়৷ একাধিক গুরুত্বপূর্ণ পদে জয় বিজেপি প্রার্থীদের৷ আদালত সূত্রে খবর, বার অ্যাসোসিয়েশনের ১৫টি পদের মধ্যে আটটি গুরুত্বপূর্ণ পদে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থীরা৷ তৃণমূল ও কংগ্রেস জিতেছে একটি করে আসন৷

[ আরও পড়ুন: বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের এজলাস বয়কটের সিদ্ধান্ত প্রত্যাহার সরকারি আইনজীবীদের]

Advertisement

জানা গিয়েছে, বার অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি, সম্পাদক ও সহ-সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ পদে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থীরা৷ আরও একটি সহ-সভাপতি পদে জিতেছেন কংগ্রেস প্রার্থী৷ এবং একটি পদে জিতেছে তৃণমূল৷ রাজ্যের সবচেয়ে বড় আদালতে এত বড় জয়ে স্বভাবতই উচ্ছ্বসিত গেরুয়া শিবির৷ খুশী বিজেপির সমস্ত জয়ী প্রার্থীরা৷ তাঁদের দাবি, এটা সত্যের জয়৷ ন্যায়ের মন্দিরে সত্যের জয় হয়েছে৷ তৃণমূলের ঔদ্ধত্যের পরাজয় হয়েছে৷ অন্যদিকে, পদ্ম শিবিরের এই জয়কে পয়সার খেলা বলে কটাক্ষ করেছে শাসকদল৷ প্রসঙ্গত, বিধাননগর পুরনিগমের অনাস্থা প্রস্তাব সংক্রান্ত মামলার শুনানিতে বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের এজলাসে আগেই এই বিষয়টির ইঙ্গিত দিয়েছিলেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়৷ তাঁর অভিযোগ ছিল, বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে লক্ষ লক্ষ টাকা ব্যয় করছে বিজেপি৷ মঙ্গলবার ফলাফল ঘোষণার পরে, সেই একই অভিযোগে সরব হতে দেখা গিয়েছে শাসকদলের আইনজীবীদের৷ যদিও এই সমস্ত অভিযোগকে পাত্তা দিতে নারাজ গেরুয়া শিবির৷ আইনজীবীদের ভোটেই এই জয় এসেছে বলে তাঁদের দাবি৷

Advertisement

[ আরও পড়ুন: ৩ জনের মধ্যে কে বাবা? দীর্ঘ টানাপোড়েনের পর জানা গেল সন্তানের পিতৃপরিচয় ]

প্রকাশ্যে না বললেও, বিজেপির এই জয়ে যে তাঁরা চাপে পড়েছেন, তা মেনে নিয়েছে শাসকগোষ্ঠীর আইনজীবীদেরই একাংশ৷ একবছর আগেও যে বিজেপির সামান্যতম চিহ্ন ছিল না হাই কোর্টে৷ একচ্ছত্র রাজত্ব করত তৃণমূল৷ সেখানে কীভাবে শক্তি বাড়াল গেরুয়া শিবির, তা ভেবে কূল পাচ্ছে না ওয়াকিবহাল মহল৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ