Advertisement
Advertisement

১০০ দিনের কাজের মতোই সর্বশিক্ষা মিশনেও বাংলাকে বঞ্চনা! বিধানসভায় খতিয়ান দিলেন ব্রাত্য

ফের বাংলাকে বঞ্চনা।

Bratya Basu Slams slams Modi Govt in Bidhansabha
Published by: Paramita Paul
  • Posted:February 6, 2024 8:34 pm
  • Updated:February 6, 2024 8:34 pm

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: ফের বাংলাকে বঞ্চনা। ১০০ দিনের কাজ, আবাস যোজনা, জলজীবন মিশনের মতো একাধিক প্রকল্পের পর সর্বশিক্ষা মিশন খাতেও টাকা দিচ্ছে না কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার প্রশ্নোত্তর পর্বে বিধানসভায় এমনই দাবি করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। রীতিমতো বঞ্চনার খতিয়ান তুলে ধরলেন তিনি।

রাজ্যের শিক্ষামন্ত্রীর দাবি, কেন্দ্রের কাছে রাজ্যের পাওনা ১ হাজার ৭৫৪ দশমিক ৭৯ কোটি টাকা। আপাতত কেন্দ্র দিয়েছে ৩১১ দশমিক ২৯৪ কোটি টাকা। যা পাওনার অর্ধেকেরও কম। এই খতিয়ান পেশ করে কেন্দ্রকে রীতিমতো তুলোধোনা করেছেন রাজ্যের মন্ত্রী। তাঁর অভিযোগ, ১০০ দিনের কাজের মতোই সর্বশিক্ষা মিশন খাতে টাকা দিচ্ছে না কেন্দ্রীয় সরকার। রাজ্যের সঙ্গে বৈষম্য করা হচ্ছে। এর পরই ব্রাত্যর খোঁচা. ওরা ২০০ পার হবার অপেক্ষায় রয়েছে।

Advertisement

[আরও পড়ুন: ‘মমতা ইন্ডিয়া জোটের অংশ’, ফের তৃণমূলকে বার্তা রাহুলের]

উল্লেখ্য, রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল বারবার অভিযোগ করেছে, কেন্দ্র সরকার বাংলার বিভিন্ন প্রকল্পে টাকা আটকে রাখছে। বার বার তদন্তকারী দল পাঠিয়েও কোনও গরমিল খুঁজে পাচ্ছে না মোদি সরকার। স্রেফ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই টাকা আটকে রাখা হচ্ছে। যদিও কেন্দ্র ও রাজ্য় বিজেপির পালটা দাবি, বাংলার তরফে বিভিন্ন প্রকল্পের ইউসি সার্টিফিকেট জমা করা হয়নি। কেন্দ্রীয় টাকা নয়ছয় করা হয়েছে বলেও দাবি। এই টানাপোড়েনের মধ্যেই এবার সর্বশিক্ষা মিশনে বঞ্চনা নিয়ে সরব হলেন ব্রাত্য বসু।

Advertisement

[আরও পড়ুন: মধ্যপ্রদেশের বেআইনি বাজি কারখানায় ধারাবাহিক বিস্ফোরণ, মৃত বহু]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ