Advertisement
Advertisement

ব্রিটিশ রোগীদের গন্তব্যও কলকাতা

পশ্চিমবঙ্গের সরকারি ও বেসরকারি দু’টি চিকিৎসা ক্ষেত্রেই গত পাঁচ বছরে পরিষেবার উৎকর্ষ ও সাফল্য কার্যত গোটা বিশ্বের নজর কেড়েছে৷ কলকাতার এসএসকেএম থেকে শুরু করে পুরুলিয়ার দেবেন মাহাতো সদর হাসপাতালেও এখন বিশ্বমানের যন্ত্রপাতি এবং পরিকাঠামো৷

british patients are coming to kolkata for treatment
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 9, 2016 11:04 am
  • Updated:June 9, 2016 11:04 am

কৃষ্ণকুমার দাস: কলকাতার মেডিক্যাল-টুরিজমের উৎকর্ষের মুকুটে এবার জুড়ছে ব্রিটিশ স্বর্ণপালক৷ বাংলার বিশ্বমানের চিকিৎসা পরিষেবা ও পরিকাঠামোর টানে এবার ব্রিটিশ রোগীরাও চিকিৎসা করাতে আসছেন কলকাতার হাসপাতালে৷ প্রাথমিক পর্বে বৃহস্পতিবার কলকাতা থেকে তিন বিশেষজ্ঞ চিকিৎসক লন্ডন যাচ্ছেন ব্রিটিশ রোগীদের দেখতে৷ লন্ডন লাগোয়া হ্যারো শহরের বিশেষ কর্মশালায় এই চিকিৎসকরা যে সমস্ত রোগীদের চিহ্নিত করবেন তাঁরা খুব শীঘ্রই রাজ্যে এসে অস্ত্রোপচার এবং নানা আধুনিক চিকিৎসা পরিষেবা নেবেন৷ বস্তুত পশ্চিমবঙ্গের মেডিক্যাল-টুরিজমের এই ঐতিহাসিক সাফল্যকে ইতিমধ্যে স্বীকৃতি জানিয়েছে ভেন ব্রাডা, অ্যালিয়েন্স ও সিগনার মতো বিশ্বখ্যাত বিমাসংস্থাগুলিও৷
পশ্চিমবঙ্গের সরকারি ও বেসরকারি দু’টি চিকিৎসা ক্ষেত্রেই গত পাঁচ বছরে পরিষেবার উৎকর্ষ ও সাফল্য কার্যত গোটা বিশ্বের নজর কেড়েছে৷ কলকাতার এসএসকেএম থেকে শুরু করে পুরুলিয়ার দেবেন মাহাতো সদর হাসপাতালেও এখন বিশ্বমানের যন্ত্রপাতি এবং পরিকাঠামো৷ একইভাবে রাজ্যের অধিকাংশ বেসরকারি হাসপাতালেও লন্ডন বা নিউইয়র্কের নামী চিকিৎসা প্রতিষ্ঠানের সমমানের চিকিৎসা সরঞ্জাম বসেছে৷
কার্ডিওসার্জনদের সর্বভারতীয় সংগঠনের সদ্যবিদায়ী সভাপতি ডাঃ কুণাল সরকার জানান, “আগে রাজ্যে বছরে দেড় হাজারের মতো বাইপাস সার্জারি হত৷ এখন বছরে ১৭ হাজারের বেশি হার্টের অপারেশন হচ্ছে৷ আগে পাঁচ-সাতটি হত, আর এখন মুখ্যমন্ত্রীর চালু করা শিশুসাথী প্রকল্পের প্রভাবে মাসে তিনশোর বেশি শিশুর হৃদযন্ত্রে অস্ত্রোপচার হচ্ছে৷ ইন্টারনেট-ইমেল-এর হাত ধরে বাংলার চিকিৎসা জগতের এই নজরকাড়া সাফল্যর সংবাদ ইংল্যান্ড-আমেরিকা ছাড়াও মধ্যপ্রাচের রোগীদের মধ্যে সাড়া ফেলেছে৷” এই কারণেই যে এখন প্রতিবেশী বাংলাদেশ ও ভুটান, নেপাল ছাড়াও লন্ডন, টরন্টো বা ওমান-কাতার থেকেও প্রবাসীরা অনেকেই কলকাতায় চিকিৎসা করাতে আসছেন৷
কারণ, গত কয়েক বছরে পশ্চিমবঙ্গে যেমন বিশ্বমানের চিকিৎসা সরঞ্জাম এসেছে তেমনই বিশেষজ্ঞ চিকিৎসাকরা অস্ত্রোপচারের উৎসার্ষে টেক্কা দিয়েছেন নিউইয়র্ক বা লন্ডনের নামী হাসপাতালকেও৷ এই কারণেই লন্ডনের ‘অ্যাবটেক’ নামে একটি বিশ্বখ্যাত সংস্থার উদ্যোগে ভারত থেকে চার বিশেষজ্ঞ চিকিৎসককে ইংল্যান্ড নিয়ে যাচ্ছে ব্রিটিশ সরকার৷ এর মধ্যে তিনজনই কলকাতার৷ এঁরা হলেন– কার্ডিওসার্জন ডাঃ কুণাল সরকার, অর্থোপেডিকস ডাঃ বুদ্ধদেব চট্টোপাধ্যায় ও ডাঃ বিকাশ কাপুর৷

Advertisement

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ