Advertisement
Advertisement
Coffee house

আঁধারে প্রতিবাদের আলো! অভয়ার বিচার চেয়ে কফি হাউজের টেবিলে জ্বলন্ত মোমশিখা

সোমবার এক মাস অতিক্রান্ত হয়েছে আর জি কর কাণ্ডের।

Burning candles on coffee house table's for justice of R G Kar Incident
Published by: Kishore Ghosh
  • Posted:September 9, 2024 8:56 pm
  • Updated:September 9, 2024 8:56 pm

অরিজিৎ সাহা, কলকাতা: দশকের পর দশক ধরে বিপ্লবের আঁতুরঘর। কলকাতা তৎসহ গোটা বাংলার ‘যুবকেন্দ্র’। বয়সে নয়, চেতনায়। সিগারেট আর কফির গন্ধেও বিপ্লবের ফ্লেভার। সুনীল-শক্তি-বিনয়-উৎপলের সেই আড্ডাঘর, অসংখ্য লিটল ম্যাগাজিনের জন্ম-মৃত্যুর সাক্ষী কফি হাউজে আন্দোলনের ঢেউ আছড়ে পড়বে না, তা কি হতে পারে! অতএব, আর জি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে কফি হাউজের টেবিলে টেবিলে জ্বলে উঠল মোমের আলো।

সোমবার এক মাস অতিক্রান্ত হয়েছে আর জি কর কাণ্ডের। যদিও এখনও পর্যন্ত তদন্তের কিনারা করতে পারেনি সিবিআই। সঞ্জয় রায়ের পর দুর্নীতির দায়ে গ্রেপ্তার হয়েছেন হাসপাতালের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং তাঁর কয়েক জন সঙ্গী। অন্যদিকে আজ সুপ্রিম কোর্টের শুনানিতে চিকিৎসকদের কাজে ফিরতে বলেছে বিচারপতিদের বেঞ্চ। মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যে কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফিরতে হবে চিকিৎসকদের। নির্ধারিত সময়সীমার মধ্যে যদি তাঁরা কাজে না ফেরেন, তাহলে চিকিৎসকদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপও করতে পারে রাজ্য। তবে আদালত এও জানায়, চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে রাজ্যকে।

Advertisement

 

[আরও পড়ুন: গ্যাস সিলিন্ডারে ধাক্কা, রেললাইনে পেট্রল-দেশলাই! অল্পের জন্য রক্ষা কালিন্দি এক্সপ্রেসের]

এদিকে নমুনা সংগ্রহ, প্রমাণ লোপাট নিয়ে প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট! ফের সিবিআইকে স্টেটাস রিপোর্ট জমা দেওয়ারও নির্দেশ দিয়েছে আদালত। এই আবহে তরুণী চিকিৎসকের জন্য বিচার চেয়ে আন্দোলন কিন্তু থামেনি। তাই আলো নিভিয়ে কলেজস্ট্রিট কফি হাউজের আঁধার-টেবিলে জ্বলে উঠল প্রতীকী মোমবাতি। এই সঙ্গে প্রতিবাদী কণ্ঠে ছিল অন্ধকার জয় করা আলোর যাত্রীর গান।বঙ্গ সংস্কৃতির আঁতুরঘরের এটাই তো চেনাচিত্র।

 

[আরও পড়ুন: চোখ রাঙাচ্ছে মাঙ্কিপক্স! ভারতে সংক্রমণ ঠেকাতে নয়া নির্দেশিকা কেন্দ্রের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement