Advertisement
Advertisement

Breaking News

Kolkata

খাস কলকাতায় স্কুটার চালককে পিষে দিল বাস, চলন্ত গাড়ি থেকেই লাফিয়ে পলাতক চালক

কোনওক্রমে চলন্ত বাস থামান এক যাত্রী, দাবি প্রত্যক্ষদর্শীদের।

Bus mows bike rider to death in Kolkata | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:November 6, 2021 10:42 am
  • Updated:November 6, 2021 10:48 am

অর্ণব আইচ: ভাইফোঁটার সকালে খাস কলকাতায় মর্মান্তিক দুর্ঘটনা। বাঘাযতীন উড়ালপুলের (Baghajatin Flyover) কাছে এক স্কুটার আরোহীকে পিষে দিল নিয়ন্ত্রণ হারানো বাস। হাসপাতালে নিয়ে গেলে ওই বাইক আরোহীকে মৃত বলে ঘোষণা করেছেন চিকিৎসকরা। ঘাতক বাসটির চালক এবং কন্ডাক্টর প্রথমে পালানোর চেষ্টা করলেও কন্ডাক্টরকে আটক করেছে সার্ভে পার্ক থানার পুলিশ।

পুলিশ সূত্রের খবর, শুভজিত সুর নামের ওই বাইক আরোহীর বাড়ি গড়িয়া সাহাপাড়ায়। এদিন সকালে বাইপাস দিয়ে সায়েন্স সিটির দিকে নিজের কর্মস্থলে যাচ্ছিলেন তিনি। সকাল ৯ টা নাগাদ বাঘাযতীন উড়ালপুলে গড়িয়া স্টেশন থেকে বাগবাজারগামী ওই বেসরকারি বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁর বাইকে ধাক্কা মারে। বাইক থেকে পড়ে যান তিনি। উড়ালপুল থেকে নামার সময় বাসটি দ্রুত গতিতে আসার ফলে ব্রেক কষেও থামাতে পারেনি চালক। ফলে ওই স্কুটার আরোহীর উপর দিয়েই চলে যায় বাসের চাকা। চাকার তলায় একপ্রকার পিষে যান শুভজিত সুর নামের ওই যুবক। রক্তাক্ত অবস্থায় পূর্ব যাদবপুর ট্রাফিক গার্ডের (Jadavpur Traffic Guard) আধিকারিকরা আরোহীকে নিয়ে যান একটি বেসরকারি হাসপাতালে। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

Advertisement

[আরও পড়ুন: কালীপুজোর রাতে কলকাতায় ফের আক্রান্ত বৃদ্ধা, বেঁধে রেখে লুটপাটের পর মারধর দুষ্কৃতীদের]

প্রত্যক্ষদর্শীদের দাবি, স্কুটার আরোহীকে পিষে দেওয়ার পরও গাড়িটি থামাতে চায়নি চালক। বাসের যাত্রীরাই তাকে গাড়ি থামানোর জন্য চাপ দিতে থাকেন। বেগতিক দেখে বাস না থামিয়ে চলন্ত অবস্থাতেই ঝাঁপ দিয়ে পালিয়ে যায় চালক। ঝাঁপ দেয় বাসের কন্ডাক্টরও। কোনও রকমে বাসেরই এক যাত্রী গাড়িটিকে থামান। নাহলে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারত।

Advertisement

[আরও পড়ুন: আঁধার জীবনে আলোর ঠিকানা, দীপাবলির দিনে ২২ জনের চোখে ফিরল দৃষ্টি]

সার্ভে পার্ক থানার পুলিশ (Survey Park Police Station) পরে ওই বাসের কন্ডাক্টরকে গ্রেপ্তার করে। চালক এখনও অধরা। তার খোঁজ চলছে। দুর্ঘটনার সঠিক কারণ জানতে বাসটির ব্রেক এবং অন্যান্য যন্ত্রাংশ পরীক্ষা করে দেখা হবে। পাশাপাশি পূর্ব যাদবপুর ট্রাফিক গার্ডের আধিকারিকরা ওই এলাকার সব সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ