BREAKING NEWS

১১ চৈত্র  ১৪২৯  রবিবার ২৬ মার্চ ২০২৩ 

READ IN APP

Advertisement

মোবাইলে কানে ব্যস্ত চালক, বারণ করায় গায়িকাকে ধর্ষণের হুমকি

Published by: Tanujit Das |    Posted: October 5, 2018 10:56 am|    Updated: October 5, 2018 11:25 am

Cab driver threatens Kolkata singer with rape

অর্ণব আইচ: কানে মোবাইল নিয়ে গাড়ি চালানোর প্রতিবাদ করেছিলেন গায়িকা। রাস্তার উপরই গায়িকাকে হুমকি দিল অ্যাপক্যাব চালক। গায়িকার অভিযোগ, তাঁকে ধর্ষণের হুমকিও দেওয়া হয়। রাতেই তিনি দক্ষিণ কলকাতার পাটুলি থানায় অভিযোগ দায়ের করেন। ইতিমধ্যে ওই অ্যাপক্যাব চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।

[আগমনীর ভিডিও তুলতে গিয়ে গঙ্গায় সলিল সমাধি দুই পড়ুয়ার  ]

পুলিশ জানিয়েছে, অভিযোগে গায়িকা জানিয়েছেন যে, রাতে তিনি মাকে নিয়ে অ্যাপক্যাবে করে বাড়ি ফিরছিলেন। চালক এক হাতে গাড়ি চালাচ্ছিল। অন্য হাতে মোবাইল নিয়ে ফোনে কথা বলছিল। প্রথমে গায়িকার মা তাঁকে বারণ করেন। কর্ণপাত করেনি চালক। এর পর গায়িকা তাঁকে বলেন এভাবে গাড়ি না চালাতে। গালিগালাজ শুরু করে চালক। গায়িকা প্রতিবাদ করে ওঠেন। চালক তাঁকে হুমকি দেয়। অশ্লীল কথাও বলে। তাঁকে দুর্ঘটনা ঘটিয়ে মেরে ফেলার হুমকি দেওয়া হয়।

[পুজোর আগেই সুখবর, স্বাস্থ্যসাথী প্রকল্পে বাড়ল বিমার অর্থের পরিমাণ]

জানা গিয়েছে, এরপরই ওই গায়িকা চালকের কাছ থেকে গাড়ির চাবি কেড়ে নেন। মাকে নিয়ে অন্য একটি গাড়ি করে পাটুলি থানায় যান। ঘটনাস্থলে পুলিশ গিয়ে গাড়ি ও চালককে থানায় নিয়ে আসে। গায়িকা পাটুলি থানায় চালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। রাতেই পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে গায়িকা সোশ্যাল মিডিয়ায় বিষয়টি জানান। এর আগেও শহরে বহু অ্যাপক্যাব চালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। এই ঘটনাটিকেও গুরুত্ব দিয়ে দেখে তদন্ত চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে