Advertisement
Advertisement

Breaking News

MGNREGA scam

জব কার্ড দুর্নীতিতে তদন্ত কমিটি গড়ল আদালত, ‘বর্তমান পরিস্থিতি কেমন?’ প্রশ্ন বিচারপতির

কাউকে তো দায় নিতে হবে, পর্যবেক্ষণ হাই কোর্টের।

Calcutta HC forms probe committee to probe MGNREGA scam in West Bengal | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Paramita Paul
  • Posted:January 18, 2024 2:15 pm
  • Updated:January 18, 2024 5:13 pm

গোবিন্দ রায়: রাজ্যের ভুয়ো জব কার্ড দূর্নীতির তদন্তে তিন সদস্যের কমিটি গড়ল কলকাতা হাই কোর্ট। থাকবেন কেন্দ্র, রাজ্য ও সিএজির বা ক্যাগের একজন করে প্রতিনিধি। কেন্দ্র ও রাজ্যকে প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চের নির্দেশ যত দ্রুত সম্ভব আধিকারিকদের নাম জানাতে হবে। তাঁরা গোটা রাজ্যে ভুয়ো জব কার্ড নিয়ে তদন্ত করে রিপোর্ট দেবে। আগামী বৃহস্পতিবার মামলার শুনানি।

২০২৩-২৪ অর্থবর্ষে যাতে নতুন করে কাজ চালু হয় তার জন্য একটা অ্যাকশন প্ল্যান কেন্দ্র ও রাজ্যকে তৈরি করার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। আদালতের পর্যবেক্ষণ, “বর্তমান পরিস্থিতি কেমন? যতই দুর্নীতি বা যা কিছু থাক। যারা প্রকৃত অভাবী তাঁদের জন্য কী করা হয়েছে? কাউকে তো দায়িত্ব নিতে হবে।”

Advertisement

[আরও পড়ুন: জন্মের প্রমাণপত্র হিসাবে গ্রহণযোগ্য নয় আধার! বড় সিদ্ধান্ত কেন্দ্রের]

প্রসঙ্গত, এদিন শুনানি চলাকালীন প্রধান বিচারপতি জানিয়েছেন, মনরেগা প্রকল্পের সুবিধা না পেয়ে তাঁকে চিঠি দিয়েছেন অনেকে। হাতে লেখা ৩২৭টি চিঠি পেয়েছেন। এবার ১০০ দিনের কাজ প্রকল্পে দুর্নীতি খুঁজতে কমিটি গড়ল আদালত। পাশাপাশি প্রকৃত শ্রমিকদের পাওনা মেটানোর ব্যবস্থা করতেও নির্দেশ দিয়েছেন তিনি।  

Advertisement

[আরও পড়ুন: সমরশক্তিতে শীর্ষে আমেরিকা, তালিকায় কত নম্বরে ভারত ও চিন?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ