Advertisement
Advertisement
Aadhaar Card

জন্মের প্রমাণপত্র হিসাবে গ্রহণযোগ্য নয় আধার! বড় সিদ্ধান্ত কেন্দ্রের

কেন এমন সিদ্ধান্ত?

EPFO removes Aadhaar for date of birth proof | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Subhajit Mandal
  • Posted:January 18, 2024 9:17 am
  • Updated:January 18, 2024 9:17 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জন্মের প্রমাণপত্র বা জন্ম তারিখের প্রামাণ্য নথি হিসাবে আর গ্রহণযোগ্য হবে না আধার কার্ড (Aadhar Card)। বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিল UIDAI। কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রক বলছে, আধার নম্বরকে কোনও ব্যক্তির পরিচয়পত্র হিসেবে গ্রহণ করা যেতে পারে। কিন্তু তা কোনওভাবেই জন্ম তারিখের প্রামাণ্য নথি নয়।

সম্প্রতি EPFO-তে আধার কার্ডকে জন্ম তারিখের প্রমাণপত্র হিসাবে ব্যবহার করা নিয়ে বিস্তর ডামাডোল তৈরি হয়। ইপিএফও-তে বহু সদস্য নিজেদের জম্মের প্রমাণপত্র হিসাবে আধার কার্ড জমা দিয়েছেন। তাতে ছাড়পত্রও দেয় শ্রমমন্ত্রক। বিভিন্ন ব্যাঙ্কের কেওয়াইসির ক্ষেত্রেও আধার কার্ডকেই জন্মের প্রমাণপত্র হিসাবে ব্যবহার করা হয়। এমনকী, পাসপোর্টের ক্ষেত্রেও অনেক সময় আধারকে জন্মের প্রমাণপত্র হিসাবে গ্রহণ করা হচ্ছে।

Advertisement

[আরও পড়ুন: ১৬ ছক্কায় ফিন অ্যালেনের বিশ্বরেকর্ড, কিউয়ি ঝড়ে উড়ে গেল পাকিস্তান]

কিন্তু বিভিন্ন ক্ষেত্রে আধারকে জন্মের প্রমাণপত্র হিসাবে ব্যবহার করার এই প্রবণতা এবার বন্ধ করতে বলছে তথ্য ও প্রযুক্তি মন্ত্রক (IT Ministry)। আধার কর্তৃপক্ষের তরফে ইপিএফও-কে জানিয়ে দেওয়া হয়েছে, আধার কার্ড বা আধার নম্বরকে যেন কোনও ব্যক্তির জন্মের প্রমাণপত্র বা জন্ম তারিখের প্রমাণপত্র হিসাবে না ব্যবহার করা হয়। এটা শুধু ব্যক্তির পরিচয়পত্র হিসাবে ব্যবহার করা যেতে পারে। ব্যাঙ্ক বা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানকেও এ ব্যাপারে নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে।

Advertisement

[আরও পড়ুন: ‘আমাদের সঙ্গেই রয়েছ তুমি’, প্রয়াত বাবাকে নিয়ে আবেগঘন পোস্ট বুমরাহর]

কেন্দ্র সরকার বর্তমানে অধিকাংশ সরকারি কাজের ক্ষেত্রেই আধার বাধ্যতামূলক করার দিকে এগোচ্ছে। সেখানে জন্মের প্রমাণপত্রের ক্ষেত্রে এই সিদ্ধান্ত কেন? অনেকেই সংশয়ে। তবে সূত্র বলছে, UIDAI আধারের জন্য দেওয়া ব্যক্তির জন্ম তারিখ সঠিক কিনা সেটা যাচাই করে না। আধার কর্তৃপক্ষ বলছে, কোনও ব্যক্তির জমা দেওয়া নথির ভিত্তিতেই জন্ম তারিখের উল্লেখ করা হয় আধারে। কিন্তু সেই ব্যক্তি যে জন্ম তারিখের প্রকৃত তথ্যই দিচ্ছেন, তার গ্যারেন্টি আধার কর্তৃপক্ষও দেয় না।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ