Advertisement
Advertisement

Breaking News

বড় স্বস্তি দিলীপের, হাই কোর্টে খারিজ শিক্ষাগত যোগ্যতার মামলা

মামলা খারিজ করলেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি৷

 Calcutta HC junks Dilip Ghosh PIL
Published by: Tanujit Das
  • Posted:January 18, 2019 2:03 pm
  • Updated:January 18, 2019 5:43 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিক্ষাগত যোগ্যতা মামলায় স্বস্তি পেলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ৷ বহিষ্কৃত বিজেপি নেতা অশোক সরকারের দায়ের করা ওই মামলার সঙ্গে জনগণের কোনও স্বার্থ জড়িত নেই৷ এই যুক্তিতে শনিবার মামলা খারিজ করে দিল কলকাতা হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বিশ্বনাথ সমাদ্দারের ডিভিশন বেঞ্চ৷

[রাত টহলে কুকুরের তাড়ায় ত্রস্ত পুলিশ, আত্মরক্ষার অস্ত্র জ্বলন্ত সিগারেট ]

Advertisement

সূত্রের খবর, শনিবার রায় ঘোষণার সময় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি জানান, বিজেপি রাজ্য সভাপতির শিক্ষাগত যোগ্যতা নিয়ে যে মামলা দায়ের হয়েছে, তাকে কোনও ভাবেই জনস্বার্থ মামলা বলা যায় না৷ এই মামলার সঙ্গে জনগণের স্বার্থ কোনও ভাবেই জড়িত নেই৷ ফলে জনস্বার্থ মামলা হিসাবে এটাকে বিবেচনা করা যায় না৷ অশোক সরকারের দায়ের করা এই মামলার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনের কাছে রিপোর্ট তলব করে হাই কোর্ট। ১৪ দিনের মধ্যে সেই রিপোর্ট পেশ করতে বলা হয় নির্বাচন কমিশনকে৷ শনিবার ছিল মামলার শুনানি৷ সমস্ত পক্ষের বক্তব্য শুনে মামলাটি খারিজ করে দেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার ও বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ৷

Advertisement

[নিউটাউনে সরছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের ক্যাম্পাস]

প্রসঙ্গত, বিজেপি রাজ্য সভাপতির শিক্ষাগত যোগ্যতা জানতে চেয়ে কলকাতা হাই কোর্টে এই জনস্বার্থ মামলাটি দায়ের করেন প্রাক্তন বিজেপি নেতা অশোক সরকার৷ তাঁর অভিযোগ ছিল, ২০১৬-র বিধানসভা নির্বাচনে অংশগ্রহণ করার সময় নির্বাচন কমিশনের কাছে নিজের শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত ভুয়ো তথ্য পেশ করেছেন দিলীপ ঘোষ৷ কারণ, বিধানসভা নির্বাচনের মনোনয়নপত্রে দিলীপ ঘোষ জানিয়েছিলেন, তিনি ঝাড়গ্রাম পলিটেকনিক কলেজ থেকে ডিপ্লোমা করেছেন। কিন্তু ঝাড়গ্রাম পলিটেকনিক কলেজ নামে আদৌ কোনও কলেজ নেই বলে দাবি করেন অশোক সরকার। এমনকী, দিলীপ জানিয়েছিলেন, তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পলিটেকনিক কলেজ থেকে ডিপ্লোমা করেছেন। সেই কলেজের খোঁজ নেন অশোক সরকার এবং তিনি জানতে পারেন, ১৯৭৫ থেকে ১৯৯০ পর্যন্ত দিলীপ ঘোষ নামের কোনও ব্যক্তি ওই কলেজ থেকে ডিপ্লোমা করেননি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ