Advertisement
Advertisement
Student Union Election

অবিলম্বে ছাত্রভোট করাতে হবে, রাজ্যকে নির্দেশ হাই কোর্টের

পুজোর পরই হতে পারে ছাত্র ভোট, এমনই ইঙ্গিত দিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

Calcutta HC orders to conduct Student Union Election immediately | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:September 5, 2023 12:37 pm
  • Updated:September 5, 2023 12:54 pm

গোবিন্দ রায়: রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে অবিলম্বে ছাত্র সংসদের নির্বাচন (Student Union Election) করাতে হবে। যাদবপুর ছাত্রমৃত্যু নিয়ে দায়ের হওয়া এক মামলায় মঙ্গলবার এমনই নির্দেশ দিলেন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। সবদিক খতিয়ে দেখেই নির্বাচন করাতে হবে বলে নির্দেশ দিয়েছেন হাই কোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতি।

উল্লেখ্য, দিন কয়েক আগে মুখ্যমন্ত্রীও ছাত্র সংসদ নির্বাচনের কথা জানিয়েছিলেন। পুজোর পরই হতে পারে ছাত্রভোট, এমনই ইঙ্গিত দিয়েছিলেন তিনি। এবার হাই কোর্টও অবিলম্বে ছাত্র ভোটের নির্দেশ দিল রাজ্যকে। রাজ্য ছাত্রভোটের বিজ্ঞপ্তি জারি করেছে কি না তাও হলফনামায় দিয়ে রাজ্যকে জানাতে নির্দেশ দিয়েছে আদালত। একইসঙ্গে বিচারপতি জানিয়েছেন, কোথাও কোনও শিক্ষা প্রতিষ্ঠানে যদি অ্যান্টি র‌্যাগিং স্কোয়াড না থাকলে তাও অবিলম্বে গঠন করতে হবে। এবিষয়ে রাজ্যের ভূমিকাও জানতে চেয়েছেন বিচারপতি। 

Advertisement

[আরও পড়ুন: উপসমিতি গঠনে ফের অশান্তির আশঙ্কা! ভাঙড়ে জারি ১৪৪ ধারা, গ্রেপ্তার ISF কর্মী]

বছর ছয় আগে, ২০১৭ সালে শেষবারের মতো ছাত্র সংসদ নির্বাচন হয়েছিল রাজ্যের কলেজ, বিশ্ববিদ্যালয়গুলিতে। এরপর বিক্ষিপ্তভাবে কয়েকটি কলেজে ভোট হলেও সামগ্রিকভাবে কিছু হয়নি। এ নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও (Bratya Basu) একাধিকবার বলেছিলেন, ছাত্র সংসদ নির্বাচনে উদ্যোগী তাঁরা। পরিস্থিতি বুঝে নির্বাচন করানো হবে। বারবার বিরোধী ছাত্র  সংগঠনগুলি এনিয়ে সরব হয়েছেন। পথে নেমে আন্দোলন করেছেন। কিন্তু তারপরেও বিশবাঁও জলেই রয়েছে গিয়েছে ছাত্র ইউনিয়নের ভোটের বিষয়টি। 

Advertisement

সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রমৃত্যুর ঘটনায় ফের একবার চর্চায় উঠে আসে ছাত্রভোটের বিষয়টি। গত ২৮ আগস্ট অর্থাৎ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে ছাত্র সংসদের ভোট নিয়ে উদ্যোগী হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। বলেন, ”ছাত্রভোট করাতে হবে। আপনারা শান্তিপূর্ণভাবে ভোটটা করান। পুজোর পর হতে পারে। আলোচনা করে আমি জেলায় জেলায় নির্দেশ দিয়ে দেব।” এবার হাই কোর্টও অবিলম্বে ছাত্রভোট করানোর নির্দেশ দিল। 

[আরও পড়ুন: ‘ইভিএমে পদ্মে বোতাম টেপার সময়ই আলো নিভে যাচ্ছে’, বিস্ফোরক ধূপগুড়ির মিতালি রায়]

 

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ