গোবিন্দ রায়: সমবায় দুর্নীতির দায়ে অভিযুক্তর বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। সমবায় উন্নয়ন সমিতিতে বেআইনিভাবে চেয়ারম্যান পদ পাওয়ার অভিযোগ রয়েছে এক তৃণমূল নেতার বিরুদ্ধে। সেই অভিযোগেই এবার FIR করার নির্দেশ দিলেন বিচারপতি রাজশেখর মান্থা। তিনমাসের মধ্যে অভিযুক্তর নামে চার্জশিট দিতে হবে।
কাঁথি দুবলাবাড়ি টেঙড়ামারি সমবায় কৃষি উন্নয়ন সমিতির চেয়ারম্যান ছিলেন এক তৃণমূল নেতা। ওই সমবায় কৃষি উন্নয়ন সমিতির সদস্য কৃত্তিবাস মাইতির নাম মুছে সেই জায়গায় ওই তৃণমূল নেতার নাম দেওয়া হয় বলে অভিযোগ। এই নিয়ে মামলা করেন শেখ মুক্তার আলি।