Advertisement
Advertisement

পোস্তা উড়ালপুল কাণ্ডে জামিন নাকচ দশ জনের

হাই কোর্টে দায়ের হওয়া জনস্বার্থ মামলায় তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট চেয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ৷ রাজ্যকে জানাতে বলা হয়েছে, কী পদ্ধতিতে এই প্রকল্পের জন্য দরপত্র ডাকা হয়৷ উড়ালপুল তৈরিতে কী ধরনের নির্মাণ সামগ্রী ব্যবহার করা হয়েছিল, কীভাবে এই প্রকল্পের নকশা তৈরি করা হয়েছিল৷

Calcutta highcourt rejects bail plea of 10 accused in Vivekananda flyover collapse case
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 21, 2016 10:45 am
  • Updated:May 21, 2016 10:45 am

স্টাফ রিপোর্টার: পোস্তা উড়ালপুল কাণ্ডে নির্মাণকারী সংস্থা আইভিআরসিএল এর এক কর্তা-সহ দশ জনের জামিনের আবেদন খারিজ করল কলকাতা হাই কোর্ট৷ শুক্রবার তাঁদের জামিনের আবেদন খারিজ করে বিচারপতি অসীমকুমার রায় ও সিএস কারনানের ডিভিশন বেঞ্চ৷ এদিন মামলায় রাজ্য সরকারের তরফে জানানো হয়, উড়ালপুল নির্মাণে নিম্ন মানের সামগ্রী ব্যবহার করা হয়েছিল৷ দু’টি কেন্দ্রীয় গবেষণাগারে নির্মাণসামগ্রী পরীক্ষার জন্য পাঠানো হয়৷ ল্যাবগুলির রিপোর্ট অনুযায়ী এই তথ্য সামনে এসেছে৷ এরপরই ওই দশ জনের জামিনের আবেদন নাকচ করে দেয় ডিভিশন বেঞ্চ৷ সরকারি আইনজীবীর এই বক্তব্যের পর ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, ‘এই ধরনের প্রকল্পের সঙ্গে অনেক মানুষের জীবন জড়িয়ে থাকে৷ এই ধরনের কাজে গাফিলতি মার্জনীয় নয়৷ দোষীরা কতদিন জেলে রয়েছে তার থেকেও গুরুত্বপূর্ণ সাধারণ মানুষের জীবন৷’

ইতিমধ্যেই হাই কোর্টে দায়ের হওয়া জনস্বার্থ মামলায় তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট চেয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ৷ রাজ্যকে জানাতে বলা হয়েছে, কী পদ্ধতিতে এই প্রকল্পের জন্য দরপত্র ডাকা হয়৷ উড়ালপুল তৈরিতে কী ধরনের নির্মাণ সামগ্রী ব্যবহার করা হয়েছিল, কীভাবে এই প্রকল্পের নকশা তৈরি করা হয়েছিল৷ প্রকল্পের তদারকির দায়িত্বে কে ছিলেন৷ এছাড়াও ২০০৯ সালে এই নির্মাণকারী কোম্পানিটিকে কালো তালিকাভুক্ত করে অন্ধ্রপ্রদেশ সরকার৷ এছাড়াও একাধিকবার  কোম্পানি কালো তালিকাভুক্ত হয়েছে৷ তা সত্ত্বেও কোম্পানিকে কীভাবে প্রকল্পের দায়িত্ব দেওয়া হয়েছিল৷ কীভাবে এই প্রকল্পের মউ স্বাক্ষরিত হয়েছিল তাও জানতে চেয়েছে আদালত৷ সংকীর্ণ পরিসরে এই প্রকল্পের নকশা কেন প্রস্তুত করা হল৷ পাশাপাশি ২০১১ সাল পর্যন্ত প্রকল্পের অগ্রগতি কতদূর ছিল ও কীভাবে এই প্রকল্পে তৃতীয়পক্ষকে যুক্ত করা হয়েছিল সব তথ্যই জানাতে হবে রাজ্যকে৷

Advertisement

 

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ