Advertisement
Advertisement

কলকাতা বিশ্ববিদ্যালয়ের হস্টেলগুলিতে এবার মিলবে ফ্রি Wi-Fi পরিষেবা

আবাসিকদের কথা ভেবেই এই সিদ্ধান্ত কর্তৃপক্ষের...

CalCutta University will provide free WiFi in the hostel
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 27, 2017 4:40 am
  • Updated:February 27, 2017 4:42 am

শ্রীষিতা ঘোষ : কলকাতা বিশ্ববিদ্যালয়ের হস্টেলগুলিতে এবার মিলবে বিনামূল্যে ‘ওয়াইফাই’ পরিষেবা৷ চলতি বছর থেকে এই পরিষেবা চালু হতে চলেছে বলে বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে৷ এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আগামী মাসে ইন্টারনেট কমিটির সঙ্গে বৈঠকে বসছে কর্তৃপক্ষ৷ সবদিক খতিয়ে দেখে দ্রুত সবক’টি হস্টেলে ওয়াইফাই পরিষেবা চালু করা হবে।

পথের বলি মাধ্যমিক পরীক্ষার্থী-সহ দুই

Advertisement

বিশ্ববিদ্যালয়ের অধীনে মোট ১৭‌টি হস্টেল রয়েছে৷ কলা, বিজ্ঞান, বাণিজ্য, প্রযুক্তি, আইন, সববিষয় মিলিয়ে প্রায় দু’হাজারেরও বেশি ছাত্র-ছাত্রী হস্টেলে থাকেন। গবেষক ছাত্রছাত্রীরাও অনেকেই হস্টেলে থেকে বিশ্ববিদ্যালয়ে গবেষণার কাজ করেন৷ তাঁরা সকলেই বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা পেলে উপকৃত হবেন বলে মনে করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷

Advertisement

সহ উপাচার্য (শিক্ষা) স্বাগত সেন বলেন, “হস্টেলের ছাত্রছাত্রীরা দীর্ঘদিন ধরে বিনামূল্যে ইণ্টারনেট পরিষেবার জন্য দাবি জানাচ্ছিলেন। তা বিশ্ববিদ্যালয়ের ইন্টারনেট কমিটিকে জানানো হয়। কমিটির পক্ষ থেকে সম্মতি মিলেছে৷ কীভাবে এই পরিষেবা প্রতিটি হস্টেলে দেওয়া যাবে সে বিষয়ে আলোচনা করতে বৈঠক ডাকা হয়েছে৷”

সোশ্যাল মিডিয়ায় নয়া সেনসেশন রামানন্দ সাগরের নাতনি সাক্ষী

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ