গোবিন্দ রায়: ভারতবর্ষ ‘হিন্দু ফ্যাসিস্ট এন্টারপ্রাইস’। এই মন্তব্যের জেরে লেখিকা অরুন্ধতী রায়ের বিরুদ্ধে মামলা হয়েছে কলকাতা হাই কোর্টে (Calcutta High Court)। সেই মামলায় সবপক্ষকে নতুন করে নোটিস দেওয়ার নির্দেশ দিলেন হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। একইসঙ্গে প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের প্রশ্নের মুখে পড়তে হয় মামলাকারীকে।
মামলাকারী মিতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, অরুন্ধতী ভারতকে ‘হিন্দু ফ্যাসিস্ট এন্টারপ্রাইস’ বলে টুইটারে পোস্ট করেন। সেই মন্তব্য মুছতে হবে বলে আর্জি মামলাকারীর। ভারতের নাগরিক হিসেবে এই ধরণের মন্তব্য তাঁর কাছে দুঃখ জনক বলে দাবি মিতাদেবীর। তাঁর বক্তব্য, এ দেশে সরকার গণতন্ত্র মেনে তৈরি হয়। মানুষ ভোট দিয়ে বেছে নেন সরকারকে। ধর্ম নিরপেক্ষ দেশ। অভিযোগ,”লেখক শুধু পোস্ট করেই খান্ত হননি। তিনি আলজাজিরাকে সাক্ষাৎকার দিয়েছেন। যেটি লাদেনের চ্যানেল।” একইসঙ্গে অভিনেতা প্রকাশ রাজও একই কথা বলেছেন দাবি মামলকারীর।
মামলকারীকে প্রধান বিচারপতির প্রশ্ন, “দিল্লি হাই কোর্টে কেন জাননি? ইন্টারভিউ তো অনেক আগেই হয়েছে। অন্য কোনও কোর্টে কি মামলা হয়েছে?” সেটা জানাতে পারেননি মামলাকারী। বিচারপতি জানান, “এখন আর টুইটার নয়, এক্স হ্যান্ডেল নাম হয়ে গিয়েছে।” ফলে নতুন করে নোটিস দিয়ে আসতে নির্দেশ দেন তিনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.