ছবি: প্রতীকী।
অর্ণব আইচ: প্রায় ১৪ মাস পরেও নিয়োগ দুর্নীতির চার্জশিটে থাকা সরকারি আধিকারিকদের নামে অনুমোদন দেয়নি রাজ্য সরকার। ২০২২ সালের অক্টোবর মাসে মুখ্যসচিবের কাছে অনুমোদন চেয়ে চিঠি দিয়েছিল সিবিআই (CBI)। কিন্তু তার পরেও এখনও পর্যন্ত অনুমোদন দেয়নি রাজ্য। এমনকী অনুমোদন না দেওয়ার কোনও কারণ জানানো হয়নি সিবিআইকে। ফলে নবম-দশম নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে এখনও চার্জ গঠন সম্ভব হয়নি বলে দাবি তদন্তকারী সংস্থার।
সোমবার নবম-দশম নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্তদের আইনজীবীরাই আদালতে চার্জ গঠন করে দ্রুত বিচার শুরুর আবেদন জানান বিচারকের কাছে। আলিপুর বিশেষ সিবিআই আদালতের বিচারক সোমশুভ্র ঘোষালের প্রশ্নের উত্তরে কার্যত অভিযোগের সুরে এই বিষয়টি আদালতের সামনে আনেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী। তিনি জানান, সরকার অনুমোদন না দেওয়ায় নবম-দশম নিয়োগ দুর্নীতি মামলায় পদক্ষেপ করতে পারছে না আদালত। ফলে পিছিয়ে যাচ্ছে বিচারপ্রক্রিয়া।
সূত্রের খবর, চার্জশিটে থাকা অভিযুক্তদের জন্য অনুমোদন চেয়ে একাধিকবার মুখ্যসচিবকে চিঠি দিয়েছে সিবিআই। নিয়ম অনুযায়ী, সরকারের কাছে অভিযুক্তদের জন্য অনুমোদন চাইলে তিনমাসের মধ্যে অনুমোদন দিতে হয় সরকারকে। নাহলে কারণ জানাতে হয়। এক্ষেত্রে সেই ভূমিকা পালন করেনি রাজ্য, এমনই দাবি সিবিআইয়ের। যদিও রাজ্যেক তরফে এ নিয়ে কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.