Advertisement
Advertisement

বদলে যাচ্ছে আগামী বছরের মাধ্যমিকের প্রশ্নের ধরন

চলতি বছরের নবম শ্রেণির পরীক্ষা থেকেই শুরু হচ্ছে এই পরিবর্তন৷ যার প্রতিফলন দেখা যাবে আগামী বছরের মাধ্যমিকে৷ লিখিত পরীক্ষায় মাল্টিপল চয়েস ও এক নম্বরের প্রশ্ন থাকছে ৪০ শতাংশ৷

Changes in Madhyamik question pattern
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 2, 2016 10:12 am
  • Updated:June 2, 2016 10:13 am  

স্টাফ রিপোর্টার:  বদলাচ্ছে আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার প্রশ্নের ধরন৷ চলতি বছরের নবম শ্রেণির পরীক্ষা থেকেই শুরু হচ্ছে এই পরিবর্তন৷ যার প্রতিফলন দেখা যাবে আগামী বছরের মাধ্যমিকে৷ লিখিত পরীক্ষায় মাল্টিপল চয়েস ও এক নম্বরের প্রশ্ন থাকছে ৪০ শতাংশ৷ ইতিমধ্যেই প্রস্তুতির জন্য স্কুলে স্কুলে পৌঁছে গিয়েছে পর্ষদের পুস্তিকাও৷

মধ্যশিক্ষা পর্ষদসূত্রে জানা গিয়েছে, আগামী বছর  মাধ্যমিকে লিখিত পরীক্ষা হবে ৯০ নম্বরের৷ থাকছে না কোনও মৌখিক পরীক্ষা৷ মৌখিকের ১০ নম্বর দেওয়া হবে স্কুলের পর্যায়ক্রমিক মূল্যায়ন থেকে৷ ৯০ নম্বরের মধ্যে মাল্টিপল চয়েস ও ১ নম্বরের অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে মোট ৩৬ নম্বরের৷ ১ নম্বর অতি সংক্ষিপ্ত প্রশ্নের সঙ্গে অঙ্কে থাকবে ২ নম্বরের প্রশ্নও৷ সার্বিকভাবে ৩ নম্বর ও ৫ নম্বরের প্রশ্ন থাকবে সর্বাধিক৷ ইতিহাসে প্রশ্নের সর্বোচ্চ নম্বর ৮, ভাষায় ১০৷

Advertisement

চলতি বছর মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১০ লক্ষ ৪৭ হাজার ৬৫২৷ তারমধ্যে পাস করেছে ৮ লক্ষ ৬৬ হাজার ৯২০ জন৷ অন্য বোর্ডের ছাত্রছাত্রীদের তুলনায় পিছিয়ে পড়া আটকাতেই এই উদ্যোগ বলে জনিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ৷ যে বোর্ডকে টক্কর দিতে মধ্যশিক্ষা পর্ষদের এই উদ্যোগ সেই দিল্লি বোর্ডের প্রশ্ন কেমন হয়?

শিক্ষকরা জানিয়েছেন, আইসিএসই-দশম শ্রেণির রসায়ন পরীক্ষায় কখনও কখনও মাল্টিপল চয়েস থাকলেও অন্য বিষয়ে থাকে না৷ সিবিএসই-তে মাল্টিপল চয়েস থাকে ২০ শতাংশ৷ ১ নম্বরের প্রশ্ন থাকে ৫-১০ শতাংশ৷ সেক্ষেত্রে পরীক্ষায় প্রশ্নের ধরন নিয়ে প্রশ্ন তুলেছেন কেউ কেউ৷ তবে, নতুন এই সিলেবাস চালু হলে পাসের হার আরও বাড়বে বলেই মনে করছেন অনেকে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement