Advertisement
Advertisement
Priyanka Tibrewal

ঘরে ঘরে ‘মমতা জিন্দাবাদ’ স্লোগান, ভবানীপুরে প্রচারে ‘হোঁচট’ প্রিয়াঙ্কা টিবরেওয়ালের

'ঘরের মেয়ে'র নামে স্লোগানে অস্বস্তিতে ভবানীপুরের বিজেপি প্রার্থী।

Bhabanipur By Election: Priyanka Tibrewal faces invalidly while campaigning

ভবানীপুরে বিজেপির প্রচার

Published by: Sayani Sen
  • Posted:September 15, 2021 12:14 pm
  • Updated:September 15, 2021 8:14 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  বেজেছে ভবানীপুর উপনির্বাচনের (Bhabanipur By-Election) দামামা। জনসংযোগে জোর দিয়েছে শাসক-বিরোধী উভয়পক্ষ।  ভোটপ্রচারের মাঝেই ‘হোঁচট’ খেলেন ভবানীপুরের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। বাড়ি বাড়ি ঘুরে প্রচারের সময় তাঁর সামনেই ‘ঘরের মেয়ে’ মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলতে থাকেন স্থানীয়রা। ‘মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ’ এবং ‘জয় বাংলা’ স্লোগানও দেন তাঁরা। ভোটপ্রচারে বেরিয়ে অস্বস্তিতে পড়ায় স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ ভবানীপুরের বিজেপি প্রার্থী।

By Election

Advertisement

বুধবার সকালে ভবানীপুরের যদুবাবুর বাজারে প্রচার শুরু করেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল (Priyanka Tibrewal)। দেবেন্দ্র ঘোষ রোডে প্রচার সারছিলেন তিনি। বাড়ি বাড়ি ঘুরে চলছিল জনসংযোগ। তবে প্রত্যেক বাড়ির বাসিন্দারা তাঁকে দেখে ভবানীপুরের ‘ঘরের মেয়ে’ ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে স্লোগান দেন স্থানীয়রা। দেওয়া হয় ‘জয় বাংলা’ স্লোগানও। 

Advertisement

by-election-campaign

[আরও পড়ুন: দেশের সবচেয়ে নিরাপদ শহর কলকাতা, NCRB’র রিপোর্টে খুশি লালবাজারের কর্তারা]

স্থানীয়দের মুখে ‘ঘরের মেয়ে’র নামে স্লোগান শুনে কার্যত মেজাজ হারান প্রিয়াঙ্কা টিবরেওয়াল (Priyanka Tibrewal)। “বাচ্চা মেয়ে হলে এত ভয় কেন”, আরও একবার সে প্রশ্ন করেন তিনি। যদিও এই ঘটনা নিয়ে শাসকদল তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Bhabanipur By Election

উল্লেখ্য, আগামী ৩০ সেপ্টেম্বর ভবানীপুরে উপনির্বাচন। এই কেন্দ্রে তৃণমূলের (TMC) হয়ে লড়ছেন খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর প্রতিপক্ষ হিসাবে বিজেপির হয়ে ভোটে লড়ছেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল। সিপিএমের তরফে ভোটযুদ্ধে শামিল শ্রীজীব বিশ্বাস।  ইতিমধ্যেই মনোনয়ন জমা দিয়েছেন সকলেই। জোরকদমে চলছে ভোটপ্রচার। প্রাতঃভ্রমণে বেরিয়ে আবার কখনও বাড়ি বাড়ি ঘুরে চলছে জনসংযোগ। আগামী ৩ অক্টোবর উপনির্বাচনের ফলপ্রকাশ। সেদিকেই নজর সকলের।

[আরও পড়ুন: Manike Mage Hithe গানেই সুপারহিট! জানেন YouTube থেকে গায়িকা ইয়োহানির রোজগার কত?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ