Advertisement
Advertisement

যুবতীর বিকৃত ছবি ছড়িয়ে ধৃত কলেজ পড়ুয়া

বিকৃত ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার অভিযোগ রয়েছে যুবকের বিরুদ্ধে৷

Charu Chandra College student arrested for circulating morphed pictures of lady
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 10, 2017 8:36 am
  • Updated:February 10, 2017 8:36 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যুবতীর ছবি বিকৃত করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার ঘটনায় গ্রেপ্তার চারুচন্দ্র কলেজের এক পড়ুয়া৷ বৃহস্পতিবার রাতে দমদম থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ৷ অভিযুক্ত ছাত্রর নাম সৌম্যজ্যোতি সরকার৷ এক যুবতীর ছবি রীতিমতো বিকৃত করে প্রথমে যুবতীর ফেসবুকে এবং তারপর হোয়াটসঅ্যাপ মারফত ছড়িয়ে দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে৷

পুলিশের তরফে জানানো হয়েছে, ২০ বছর বয়সি সৌম্য পঠনসূত্রে কলকাতায় থাকে৷ তার বাড়ি কোচবিহারের তুফানগঞ্জে৷ বর্তমানে দক্ষিণ কলকাতার চারুচন্দ্র কলেজের ছাত্র সে৷ পুলিশ আধিকারিক জানিয়েছেন, “জেরায় জানা গিয়েছে ছাত্র যুবতীর কিছু বিকৃত ছবি প্রথমে ফেসবুকে আপলোড করে৷ যুবতীর ফেসবুকে সেই বিকৃত ছবি আপলোড করার পাশাপাশি আরও কিছু ফেক অ্যাকাউন্টেও সে ওই ছবিগুলি আপলোড করে৷ এতেই থেমে নেই, ওই ছবিগুলি সে যুবতীর আত্মীয় এবং বন্ধু-বান্ধবের কাছেও পাঠায়৷”

Advertisement

পুলিশের সাইবার ক্রাইম দপ্তর পড়ুয়াকে জেরা করছে৷ তার কাছে থাকা দুটি মোবাইল ফোন, সিম কার্ড এবং মেমরি কার্ড বাজেয়াপ্ত করেছে পুলিশ৷

Advertisement

(তিন তালাক মুসলিম মহিলাদের উপর নির্মমতা, মন্তব্য আরএসএস নেতার)

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ