Advertisement
Advertisement

Breaking News

Calcutta HC

যাদবপুরে ছাত্রমৃত্যুর জের, শিক্ষা প্রতিষ্ঠানে র‌্যাগিং নিয়ে জনস্বার্থ মামলা হাই কোর্টে

চলতি সপ্তাহে প্রধান বিচারপতির বেঞ্চে মামলার শুনানি হওয়ার সম্ভাবনা।

Chief Justice of Calcutta HC allows to file PIL on ragging in educational institutes |Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:August 14, 2023 11:26 am
  • Updated:August 14, 2023 2:37 pm

গোবিন্দ রায়: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) স্নাতক স্তরের ছাত্রের মৃত্যু ঘিরে উত্তাল শহর। তদন্তে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। ঘটনায় জড়িত সন্দেহে একাধিক ছাত্র ও প্রাক্তন ছাত্রের নাম উঠেছে। ইতিমধ্যে ৩ জন গ্রেপ্তার। যার মধ্যে মূল চক্রী হিসেবে প্রাক্তন ছাত্র সৌরভ চৌধুরীর দিকেই ইঙ্গিত। এই পরিস্থিতিতে এবার শিক্ষা প্রতিষ্ঠানে র‌্যাগিং নিয়ে জনস্বার্থ মামলা (PIL) দায়েরের অনুমতি দিল কলকাতা হাই কোর্ট (Calcutta HC)। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলা দায়ের হয়েছে। চলতি সপ্তাহে মামলার শুনানি হতে পারে।

জানা গিয়েছে, জনৈক আইনজীবী সোমবার প্রধান বিচারপতি (Chief Justice) টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চে র‌্যাগিং সংক্রান্ত সমস্যা নিয়ে দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, ইউজিসি-র (UGC) নিয়ম না মেনেই অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে র‌্যাগিংয়ের অভিযোগ উঠেছে। কোথাও কোথাও তার পরিণতি যাদবপুরের মতো মর্মান্তিকও হয়েছে। ইউজিসি-র তরফে অ্যান্টি-র‌্যাগিং কমিটির (Anti-Ragging Committee)নির্দেশিকা থাকলেও তা বাস্তবায়িত হয়নি রাজ্যের বহু শিক্ষা প্রতিষ্ঠানেই। সেসব নির্দেশিকার যাতে কড়া হাতে বাস্তবায়ন করা হয়, সোমবার সেই সংক্রান্ত মামলা দায়ের করা হয়েছে হাই কোর্টে। মামলাকারীর আশা, তা হলেই কলেজে এবং বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিংয়ের দাপট কমবে।

Advertisement

[আরও পড়ুন: র‍্যাগিংয়ের মানসিকতা তৈরি হয় কেন? কী মারাত্মক পরিণতি হতে পারে? জানালেন মনোবিদ]

এর আগে কেরলের একটি ঘটনার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল। তখন সিবিআইয়ের প্রাক্তন ডিরেক্টর আর কে রাঘবনের নেতৃত্বে একটি কমিটি র‌্যাগিং রুখতে বেশ কিছু সুপারিশ করে। ২০০৭ সালে সুপ্রিম কোর্টের নির্দেশের পর তা তৈরি করা হয়েছিল। এদিন হাই কোর্টে জনস্বার্থ মামলায় সেই রাঘবন কমিটির সুপারিশ কার্যকর করারও আবেদন জানিয়েছেন আইনজীবী।

Advertisement

[আরও পড়ুন: মোদির ডাকে সাড়া! জম্মু-কাশ্মীরের বাড়িতে তেরঙ্গা ওড়ালেন হিজবুল জঙ্গির ভাই]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ