ছবি: প্রতীকী
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতিবেশীদের ঝগড়াঝাঁটির এক মর্মান্তিক পরিণতির সাক্ষী নিউটাউন (New Town)। ঝগড়ার মাঝে রাগ সামলাতে না পেরে শিশুকেই কুপিয়ে খুনের (Murder)অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। ছেলেকে বাঁচাতে গিয়ে গুরুতর জখম মা ও আরেক মহিলা। তাঁরা স্থানীয় হাসপাতালে ভরতি। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত। এহেন ঘটনায় তীব্র উত্তেজনা নিউটাউনের শুলংগুড়ি ঘোষপাড়ায়। তদন্তে নেমেছে ইকো পার্ক থানা।
জানা গিয়েছে, শুলুংগুড়ির ঘোষপাড়ায় লক্ষ্মণ কুমার পোদ্দার নামে এক যুবকের সঙ্গে প্রতিবেশী ওই শিশুর পরিবারের অশান্তি চলছিল। বৃহস্পতিবার দুপুরে ঝগড়াঝাঁটির চলছিল উভয়ের মধ্যে। অভিযোগ, মাথা গরম করে লক্ষ্মণ নামে ওই যুবক বছর সাতের শিশুকে চপার দিয়ে কোপাতে থাকে। তাকে বাধা দিতে গিয়েছিলেন শিশুর মা। তিনিও চপারের আঘাতে জখম হন। ছুটে যান আরেক মহিলা। তিনিও জখম হন।
এমন রক্তারক্তি কাণ্ড দেখে ছুটে যান স্থানীয় বাসিন্দারা। দিব্যাংশু প্যাটেল নামে ৭ বছরের ওই শিশুকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেন সকলে। কিন্তু ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শিশুর মা ও প্রতিবেশী এক মহিলা গুরুতর জখম। তাঁদের শারীরিক অবস্থা আশংকাজনক হওয়ায় স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁরা সেখানেই চিকিৎসাধীন। ঘটনার পর থেকে ঘাতক লক্ষণ কুমার পলাতক। তার খোঁজে চলছে তল্লাশি। পুলিশের প্রাথমিক অনুমান, দুই প্রতিবেশী ভাড়াটিয়ার অশান্তির জেরে এই ঘটনা। ঘটনার তদন্তে নেমেছে ইকো পার্ক থানার পুলিশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.