গৌতম ব্রহ্ম: নজির গড়ে বিশ্বজয় করেছিলেন তাঁরা। প্রথমবার ভারতকে মহিলা বিশ্বকাপের ট্রফি এনে দিয়েছিলেন তিন বঙ্গকন্যা। বিশ্বজয়ী তিনকন্যাকে এবার পুরস্কৃত করল রাজ্য সরকার। বৃহস্পতিবার ধন্যধান্য অডিটোরিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে তিতাস সাধু (Titas Sadhu), রিচা ঘোষ (Richa Ghosh) ও ঋষিতা বসুর (Rishita Basu) হাতে পাঁচ লক্ষ টাকা তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন পুরস্কৃত হন বোলিং কোচ রাজীব দত্তও।
চলতি বছরের জানুয়ারি মাসে দক্ষিণ আফ্রিকার মাটিতে অনূর্ধ্ব ১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ (Under 19 T20 World Cup) জেতে ভারতের মহিলা দল। ফাইনালে দাপট দেখিয়ে ইংল্যান্ডকে কার্যত গুঁড়িয়ে দেন ভারতের মহিলা ব্রিগেড। এর আগে সিনিয়র মহিলা দল দু’বার ফাইনালে উঠলেও কাপ জয়ের স্বপ্ন অধরাই থেকে গিয়েছিল ভারতের। তরুণদের হাত ধরেই ভারতীয় মহিলা ক্রিকেটে বিপ্লব এসেছিল সেদিন।
ফাইনালে ভারতীয় বোলারদের দাপটে মাত্র মাত্র ৬৮ রানে গুটিয়ে যায় ব্রিটিশ ইনিংস। হাসতে হাসতে ম্যাচ জেতে ভারত। প্রথম বার এই টুর্নামেন্টে খেলতে নেমেই চ্যাম্পিয়ন হয় ভারত। তবে এই জয়ের মূল স্থপতি ছিলেন বাংলার মেয়ে তিতাস। হুগলির মেয়ের আগুনে স্পেলের দাপটে দাঁড়াতেই পারেনি ইংরেজ ব্যাটাররা। মাত্র ৬ রান দিয়ে দু’টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়েছিলেন তিনি। ম্যাচের সেরার শিরোপাও উঠেছিল তিতাসেরই মাথায়।
দক্ষিণ আফ্রিকা থেকে ফেরার পর বিমানবন্দরেই তিতাস ও ঋষিতাকে সংবর্ধনা দিয়েছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। সরকার সর্বোতভাবে খেলোয়াড়দের পাশে রয়েছে, এমন বার্তাও দিয়েছিলেন। তারপর বৃহস্পতিবার তিন বিশ্বজয়ীকে পুরস্কৃত করেন মুখ্যমন্ত্রী স্বয়ং। তিন খেলোয়াড়ের হাতে তুলে দেন পাঁচ লক্ষ টাকা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.