Advertisement
Advertisement
Ram Navami

মুখ্যমন্ত্রীর সতর্কতা সত্ত্বেও রামনবমীতে এড়ানো গেল না বিশৃঙ্খলা, হাওড়ায় ব্যাপক অশান্তি

দুষ্কৃতীদের কড়া দ্রুত শাস্তি চাই, পুলিশকে নির্দেশ মুখ্যমন্ত্রীর।

Clashes erupted at Howrah during Ram Navami procession despite CM's allert | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:March 30, 2023 7:53 pm
  • Updated:March 30, 2023 7:56 pm

সংবাদ প্রতিদিন ব্যুরো: একদিকে মুখ্যমন্ত্রীর ধরনা, আরেকদিকে রামনবমী। এই উৎসব ঘিরে রাজ্যের কোনও প্রান্তে যাতে কোনও অশান্তি না হয়, সেজন্য বারবার সতর্ক করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। এমনকী বৃহস্পতিবার দুপুরেও তাঁর গলায় উদ্বেগের সুর শোনা গিয়েছিল। আর বিকেল নামতেই হাওড়া (Howrah)থেকে এল অশান্তির খবর। মুখ্যমন্ত্রীর শত সতর্কবার্তা সত্ত্বেও নির্বিঘ্নে কাটল না রামনবমী। তবে অশান্তির খবর পেয়ে সঙ্গে সঙ্গে এলাকায় ছুটে গিয়েছে পুলিশ। মোতায়েন পুলিশ বাহিনী। ধরনা শেষে সেই খবরে অত্যন্ত ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। পুলিশকে কড়া নির্দেশ দিলেন, দুষ্কৃতীদের শাস্তি চাই।

জানা গিয়েছে, এদিন হাওড়ায় শিবপুরের এক বসতি এলাকা দিয়ে রামনবমীর (Ram Navami) মিছিল যাচ্ছিল। মিছিলকে লক্ষ্য করে বোমা ছোঁড়া হয়। তাতেই বাঁধে অশান্তি। কয়েকটি গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় শিবপুর থানার পুলিশ। রাস্তাঘাটে তখন ছড়িয়ে অশান্তির চিহ্ন। আতঙ্কিত এলাকাবাসী।

Advertisement

[আরও পড়ুন: স্ত্রীকে দেখভালের দায়িত্ব স্বামীর, ভিক্ষে করে হলেও খোরপোশ দিতে হবে! জানাল আদালত]

রেড রোডে (Red Road) ধরনা শেষের আগেই সেই খবর কানে পৌঁছেছিল মুখ্যমন্ত্রীর। তাই ধরনার সমাপ্তি ভাষণে উঠে এল সেই প্রসঙ্গ। কার্যত ক্ষোভের স্বরেই তিনি বললেন, ”সেই হাওড়ায় অশান্তি বাঁধল! বারবার বলেছিলাম, কোনও অশান্তি যেন না হয়। পুলিশকে বলা ছিল, রামনবমীর মিছিলের রুট ঠিক করে দিতে হবে। আমি তো শুনলাম, হাওড়ার ওই জায়গায় মিছিলে অনুমতি ছিল না পুলিশে। তাও কেন ওই জায়গা দিয়ে মিছিল হল? আমি স্পষ্ট বলে দিচ্ছি, ওখানে যারা অশান্তি বাঁধাল, তাদের খুঁজে বের করে কড়া শাস্তি দিতে হবে।” দুপুরেই তিনি জানিয়েছিলেন, কোথাও কোনও অশান্তি হলে তা বরদাস্ত নয়। আর অশান্তির খবর পেয়ে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন পুলিশকে।

[আরও পড়ুন: রামনবমীতে রাজনৈতিক সম্প্রীতি, বীরভূমে এক মিছিলে হাঁটল তৃণমূল-বিজেপি নেতৃত্ব]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement