Advertisement
Advertisement

Breaking News

শহরের হাল-হকিকত খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী

দক্ষিণ ও মধ্য কলকাতার বিস্তীর্ণ এলাকার হাল-হকিকত নিজেই ঘুরে দেখেন তিনি৷ 

CM Inspects the condition of Roads in Kolkata
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 5, 2016 9:09 am
  • Updated:June 5, 2016 9:09 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্য প্রশাসনের সদর দফতর নবান্নে যাওয়ার আগে আচমকা বৃষ্টিভেজা কলকাতার হাল-হকিকত দেখতে নিজেই শহরের বিভিন্ন জায়গায় বেরিয়ে পড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ শনিবার দক্ষিণ ও মধ্য কলকাতার বিস্তীর্ণ এলাকার হাল-হকিকত নিজেই ঘুরে দেখেন তিনি৷ এরপর বেলা পৌনে দুটো নাগাদ নবান্নে ঢুকে মুখ্যমন্ত্রী জানান, “শহরের বিভিন্ন জায়গা ঘুরে দেখতে গিয়ে আমার আসতে একটু দেরি হল৷”

২০১১ সালেও বিধানসভা ভোটে জিতে প্রথমবার মুখ্যমন্ত্রী হওয়ার পর ঠিক এইভাবেই কাউকে কিছু না জানিয়ে আচমকা শহরের হাল-হকিকত দেখতে বেরোতেন মুখ্যমন্ত্রী৷ এবারেও সেই একই চিত্র৷ এদিন দুপুরে কালীঘাটের বাড়ি থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী আচমকাই চলে আসেন ভবানীপুরে৷ এরপর ময়দান, রবীন্দ্রসদন হয়ে তিনি সোজা চলে আসেন ধর্মতলায়৷ পরে হেস্টিংস হয়ে তিনি নবান্নে পৌঁছন৷ জওহরলাল নেহরু রোড, এজেসি বোস রোড, আশুতোষ মুখার্জি রোড-সহ বিভিন্ন রাস্তায় দাঁড়িয়ে বিভিন্ন সমস্যার দিকে নজর দেন তিনি৷ কোন রাস্তায় বৃষ্টির জল জমে আছে, কোন রাস্তা কতটা ভাল, কোন ফুটপাথ অপরিষ্কার, কোন রাস্তায় ট্র্যাফিক সমস্যা রয়েছে তার সবটাই নিজেই দেখেন তিনি৷ সমস্ত কিছু নিজে দেখে বোঝার পর নবান্নে ফিরে আসেন মুখ্যমন্ত্রী৷

Advertisement

প্রশাসনিক প্রধান হিসেবে গোটা রাজ্যকেই তিনি প্রায় হাতের তালুর মতোই চেনেন৷ নির্বাচনী প্রচারে বেরিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্ত ঘুরে দেখেছেন৷ বুঝে নিয়েছেন হাল-হকিকত৷ এবার নিজের শহরটিও ঘুরে দেখলেন একেবারে নিজস্ব কায়দায়৷ সামনেই বর্ষা৷ বর্ষণে শহর যাতে বেহাল না হয়, তাই বোধহয় আগাম সতর্কতা নিতে নিজেই বেরিয়েছিলেন পরিদর্শনে৷ তাঁর এই পরিদর্শনে শহরের রাস্তাঘাটের বেহাল ছবি যে বদলাবে এমনটা আশা করাই যায়৷

Advertisement

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ