Advertisement
Advertisement
CM Mamata Banerjee

CM Mamata Banerjee: বাঁ পায়ে চোট, মুখ্যমন্ত্রীকে ১০ দিন বিশ্রামের পরামর্শ দিলেন চিকিৎসকরা

আর কী বললেন চিকিৎসকরা?

CM Mamata Banerjee advised 10 days rest for her leg injury |Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:September 24, 2023 7:32 pm
  • Updated:September 24, 2023 8:06 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাঁ পায়ে চোট মুখ্যমন্ত্রীর। তাঁকে ১০ দিন বিশ্রামের পরামর্শ দিলেন এসএসকেএম (SSKM) হাসপাতালের চিকিৎসকরা। রবিবার প্রায় ৩ ঘণ্টা ধরে হাসপাতালে তাঁর একাধিক পরীক্ষা হয়েছে বলে এসএসকেএম সূত্রে খবর। এমআরআই-সহ (MRI) একাধিক প্রয়োজনীয় পরীক্ষার প্রাথমিক রিপোর্ট দেখে চিকিৎসকদের একটাই পরামর্শ, আপাতত ১০ দিন বিশ্রামে (Rest) থাকুন মুখ্যমন্ত্রী। পরে অস্ত্রোপচার নিয়ে সিদ্ধান্ত হবে।  

ছবি: অমিত মৌলিক।

এ বছরের মাঝামাঝি সময় উত্তরবঙ্গ সফরে গিয়ে কপ্টারের এমার্জেন্সি ল্যান্ডিংয়ের সময়ে পায়ে চোট পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। এসএসকেএমে চিকিৎসা করাতে গেলে তাঁকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকরা। কিন্তু মুখ্যমন্ত্রী বাড়িতেই চিকিৎসা করাতে চান। বেশ কয়েকদিন বিশ্রাম নিতে হয়েছিল তাঁকে।  বাড়িতে নিয়মিত চলছিল ফিজিওথেরাপি।খানিকটা সুস্থ হয়ে পরবর্তীতে ফের কাজে নামলেও পুরনো চোট ছেড়ে যায়নি।

Advertisement

[আরও পড়ুন: ‘৩ মাস ধরে ধর্ষণ করেছে বাবা’, নারকীয় যন্ত্রণা সইতে না পেরে গুলি করে খুন করল কিশোরী!]

সম্প্রতি স্পেন সফরে (Spain) গিয়েও সামান্য চোট পেয়েছিলেন বাঁ পায়ে। এরপর ১২ দিনের বিদেশ সফর সেরে শনিবার কলকাতায় ফিরে রবিবার বিকেলে এসএসকেএম হাসপাতালে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। উডবার্ন ব্লকের সাড়ে ১২ নং কেবিনে প্রায় তিনঘণ্টা ধরে নানা পরীক্ষা হয়। এমআরআইও করা হয়। মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন মুখ্যসচিব, স্বাস্থ্য়সচিব ও অন্যান্য স্বাস্থ্যকর্তারা। এদিন সাড়ে ৭টা নাগাদ মুখ্যমন্ত্রী এসএসকেএম থেকে বেরনোর সময় গাড়িতে উঠতে একটু কষ্ট হচ্ছিল তাঁর। সবাই মিলে তাঁকে ধরে গাড়িতে উঠতে সাহায্য করেন। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীকে আপাতত ১০ দিনের বিশ্রামে থাকতে বলা হয়েছে। পরে তাঁর শারীরিক পরিস্থিতি বুঝে অপারেশন নিয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।  

Advertisement

দেখুন ভিডিও: 

[আরও পড়ুন: ত্রাতা সেই সুনীলই, মায়ানমারের বিরুদ্ধে ড্র করে এশিয়ান গেমসের শেষ ১৬-এ ভারত]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ