Advertisement
Advertisement
CM Mamata Banerjee

রাজ্য মন্ত্রিসভায় রদবদল, মানস ভুঁইঞার হাত থেকে পরিবেশ দপ্তরের দায়িত্ব নিলেন মুখ্যমন্ত্রী

বাড়তি কোন দপ্তরের দায়িত্ব নিলেন মুখ্যমন্ত্রী, জেনে নিন।

CM Mamata Banerjee takes the charge of Environment department from Manas Bhunia | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:June 15, 2023 3:06 pm
  • Updated:June 15, 2023 3:58 pm

গৌতম ব্রহ্ম: পঞ্চায়েত ভোটের আগে রাজ্য মন্ত্রিসভায় রদবদল। দায়িত্ব আরও বাড়ল মুখ্যমন্ত্রীর। মন্ত্রিত্ব খোয়ালেন মানস ভুঁইঞা (Manas Bhunia)। পরিবেশ দপ্তরের দায়িত্ব তাঁর হাত থেকে গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (CM Mamata Banerjee) হাতে। মানস ভুঁইঞা শুধুমাত্র জলসম্পদ উন্নয়ন দপ্তরের মন্ত্রী। বৃহস্পতিবার নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারি করে এই রদবদলের কথা জানানো হয়েছে। 

Advertisement

এর আগেও পরিস্থিতি বুঝে একাধিকবার রাজ্য মন্ত্রিসভায় রদবদল (Cabinet Reshuffle) করেছেন মুখ্যমন্ত্রী। কখনও কখনও নিজের কাঁধেই তুলে নিয়েছে অন্যান্য দপ্তরের দায়িত্ব। সংগঠনের কাজে জোর দিতে এভাবেই তিনি মন্ত্রিত্বের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন অনেককে। এবার মানস ভুঁইঞার থেকে পরিবেশ দপ্তরের দায়িত্ব মুখ্যমন্ত্রী নিলেন নিজের হাতে। আর এনিয়ে তাঁর হাতে রইল রাজ্যের মোট ৯ টি দপ্তর। স্বরাষ্ট্র, পুলিশ, পার্বত্য বিষয়ক, সংখ্যালঘু, ভূমি ও ভূমি রাজস্ব, উদ্বাস্তু-পুনর্বাসনের সঙ্গে নতুন জুড়ল পরিবেশ দপ্তর।

Advertisement

[আরও পড়ুন: মালদহে থমকে বর্ষা, দক্ষিণবঙ্গে দাবদাহ চলবে, হাওয়া বদল কবে?]

গত বছর পরিবেশ দপ্তরের দায়িত্ব পেয়েছিলেন দলের বর্ষীয়ান বিধায়ক মানস ভুঁইঞা। তার সঙ্গে জলসম্পদ উন্নয়ন দপ্তরের দায়িত্ব ছিল সবংয়ের বিধায়কের। এবার পঞ্চায়েত ভোটের আগে পরিবেশ দপ্তর বাদ পড়ল তাঁর হাত থেকে। আপাতত সামলাতে হবে শুধুমাত্র জলসম্পদ উন্নয়ন দপ্তরটি। তবে কী কারণে আচমকা এই রদবদল, সে বিষয়ে কিছুই জানা যায়নি নবান্ন (Nabanna) সূত্রে। 

[আরও পড়ুন: এবার গোয়ায় শুরু হিন্দু রাষ্ট্র সম্মেলন, আলোচনায় ‘লাভ জেহাদ’ থেকে ধর্মান্তকরণ]

ওয়াকিবহাল মহলের একাংশের মত, সম্প্রতি এগরা, বজবজ-সহ একাধিক জায়গায় বাজি কারখানায় বড়সড় বিস্ফোরণ, মৃত্যুর ঘটনা ঘটেছে। বাড়তি বাজি কীভাবে মজুত ছিল,  তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। মুখ্যমন্ত্রী নিজেও এসব নিয়ে উদ্বিগ্ন। সেই কারণেই কি পরিবেশ দপ্তরের দায়িত্ব নিজের হাতেই নিলেন তিনি? তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ