Advertisement
Advertisement

Breaking News

Mamata Banerjee

পাখির চোখ লোকসভা, পশ্চিম মেদিনীপুরের নেতাদের নিয়ে আজ কালীঘাটে বৈঠক মমতার

বৈঠকে কী বার্তা দেন দলনেত্রী সেদিকেই তাকিয়ে সকলে।

CM Mamata Banerjee will attend a meeting with leaders of West Midnapore | Sangbad Pratidin

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি।

Published by: Tiyasha Sarkar
  • Posted:January 10, 2024 10:50 am
  • Updated:January 10, 2024 2:16 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সামনেই লোকসভা ভোট (Lok Sabha Election 2024)। নিজেদের জমি ধরে রাখতে মরিয়া সব দলই। ফলে সকলেই নিজেদের মতো করে রণকৌশল ঠিক করতে শুরু করে দিয়েছে। পিছিয়ে নেই তৃণমূলও। আসন্ন নির্বাচনকে পাখির চোখ করে বুধবার থেকে কালীঘাটে (Kalighat) শুরু হচ্ছে জেলাভিত্তিক বৈঠক। থাকবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

জানা গিয়েছে, বুধবার বিকেল ৪ টেয় কালীঘাটে হবে বৈঠক। থাকবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)-সহ শীর্ষ নেতারা। এদিনের বৈঠক হবে পশ্চিম মেদিনীপুরের নেতাদের নিয়ে। থাকবেন জেলার সাংসদ, বিধায়ক, চেয়ারম্যান, কাউন্সিলর, ব্লকস্তরের নেতারা। সামনেই লোকসভা ভোট। এদিনের বৈঠক থেকেই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনের যাবতীয় রণকৌশল ঠিক করে দেবেন বলেই মনে করা হচ্ছে। এদিনের বৈঠকে কী বার্তা দেন সু্প্রিমো, সেদিকেই তাকিয়ে দল।

Advertisement

[আরও পড়ুন: ‘নেতা ও পুলিশের সাহায্যে পালিয়েছেন শাহজাহান’, অবিলম্বে গ্রেপ্তারির নির্দেশ রাজ্যপালের]

প্রসঙ্গত, গত লোকসভা নির্বাচনে বাংলায় মোটের উপর ভাল করেছিল গেরুয়া শিবির। ১৮ টি আসন দখল করেছিল বিজেপি। যা কিছুটা হলেও চিন্তা বাড়িয়েছিল শাসকদল তৃণমূলের। এবার নিজেদের হারানো জমি ফিরে পেতে মরিয়া তৃণমূল। ইতিমধ্যেই দলের তরফে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিনের বৈঠকের পর আরও স্পষ্ট হবে গোটা বিষয়টা। 

Advertisement

[আরও পড়ুন: প্রধানমন্ত্রী মোদির পাশে মহম্মদ শামি, মালদ্বীপ বয়কটের ডাক দিলেন টিম ইন্ডিয়ার পেসার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ