Advertisement
Advertisement
CM Mamata Banerjee

আরও বিশ্রাম প্রয়োজন, নতুন বছর মুখ্যমন্ত্রীর কর্মসূচি পিছনোর সম্ভাবনা

নতুন বছরের শুরু থেকেই একগুচ্ছ কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর।

CM Mamata Banerjee's programmes on New Year may postponed due to her physical condition | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:December 31, 2023 4:58 pm
  • Updated:December 31, 2023 5:06 pm

গৌতম ব্রহ্ম: সদ্যই ডান কাঁধে ছোট অস্ত্রোপচার হয়েছে। বিশ্রামে রয়েছেন তিনি। কথা ছিল, নতুন বছরের গোড়া থেকেই জেলায় জেলায় সফর করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। কিন্তু সূত্রের খবর, তাঁর আরও বিশ্রাম প্রয়োজন। সেই কারণে কর্মসূচি পিছনোর সম্ভাবনা প্রবল। শোনা যাচ্ছে, নেতাজি ইন্ডোরে স্টেডিয়ামের দলীয় অনুষ্ঠান থেকে দক্ষিণ ২৪ পরগনার একাধিক জনসভা, অনুষ্ঠান পিছিয়ে যেতে পারে।

২ জানুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলের একটি অনুষ্ঠান ছিল। সেখানে তৃণমূল (TMC) সর্বস্তরের জনপ্রতিনিধির থাকার কথা। তার আগে শুক্রবার এসএসকেএম (SSKM Hospital) হাসপাতালে মুখ্যমন্ত্রীর ডান কাঁধে ছোট অস্ত্রোপচার হয়েছিল। এর পর থেকে তিনি বিশ্রামেই রয়েছে। কিন্তু চিকিৎসক মহলের খবর, মুখ্যমন্ত্রীর আরও বিশ্রাম প্রয়োজন। সেই কারণে নেতাজি ইন্ডোরের অনুষ্ঠান পিছিয়ে যেতে পারে। ওইদিন ভাঙড়ে ৪ থানার ভারচুয়াল উদ্বোধনের কথাও ছিল মুখ্যমন্ত্রীর। সম্ভবত তাও পিছিয়ে যাবে।

Advertisement

[আরও পড়ুন: বিশ্বজুড়ে শুরু হতে পারে হৃদরোগের মহামারী! আতঙ্ক ছড়াচ্ছে করোনার JN.1 উপরূপ]

এছাড়া ৩ জানুয়ারি মুখ্যমন্ত্রীর সাগরদ্বীপ যাওয়ার কথা ছিল। ৪ তারিখ জয়নগরের (Jaynagar) প্রশাসনিক সভাও ছিল তাঁর। তা সম্ভবত পিছিয়ে যাচ্ছে ৮ জানুয়ারি পর্যন্ত। তবে এসবই সূত্রের খবর। মুখ্যমন্ত্রী নিজে চান, যত দ্রুত সম্ভব কাজে ফিরতে। তবে চিকিৎসকদের পরামর্শ মেনেই আপাতত তাঁকে চলতে হবে। তাঁর শারীরিক পরিস্থিতি কেমন, তা বোঝার পরই কর্মসূচিতে বদল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।

Advertisement

[আরও পড়ুন: রাজ্যপালের প্রাক্তন প্রধান সচিব নন্দিনী চক্রবর্তীকে স্বরাষ্ট্র সচিব করল নবান্ন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ