Advertisement
Advertisement

গুরুতর অসুস্থ প্রবীণ কংগ্রেস নেতা সোমেন মিত্র, ভরতি দিল্লির এইমসে

কী হয়েছে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতির?

Congress leader Soumen Mitra admitted in AIIMS
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 19, 2018 12:16 pm
  • Updated:August 10, 2019 3:05 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  অসুস্থ প্রবীণ কংগ্রেস নেতা সোমেন মিত্র৷ দিল্লির এইমসে ভরতি তিনি৷ সূত্রের খবর, সোমেন মিত্রের বুকে জল জমেছে৷ আপাতত দু-একদিন হাসপাতালে থাকতে হবে৷

[রান্না মডিউলার কিচেনে, পথ দেখাল বাঙুর হাসপাতাল]

Advertisement

সাতবারের বিধায়ক৷ তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পর একবার সাংসদও নির্বাচিত হয়েছিলেন৷ রাজ্য রাজনীতির বর্ণময় চরিত্র সোমেন মিত্র৷ এককালে শিয়ালদহ এলাকায় তাঁর দাপট প্রবাদে পরিণত হয়েছিল৷ ১৯৭২ সালে যখন এ রাজ্যে শেষবার সরকার গঠন করেছিল কংগ্রেস, সেবারই শিয়ালদহ বিধানসভাকেন্দ্র থেকে প্রথমবার বিধায়ক নির্বাচিত হন সোমেন৷ পরবর্তীকালে রাজ্যের ক্ষমতায় পালাবদল ঘটলেও, নিজের আসনটি ধরে রেখেছিলেন৷ ২০০৬ সাল পর্যন্ত কংগ্রেসের বিধায়ক ছিলেন সোমেন মিত্র৷ প্রদেশ কংগ্রেস সভাপতিও হয়েছিলেন৷ তবে দলীয় নেতৃত্বের সঙ্গে মতপার্থক্যের কারণে কংগ্রেস ছাড়েন সোমেন মিত্র৷ বঙ্গ রাজনীতিতে আত্মপ্রকাশ করে তাঁর দল প্রগতিশীল ইন্দিরা কংগ্রেস৷ সেটা ২০০৮ সালে৷ কিন্তু, রাজনীতির ময়দানে নয়া দল গড়ে তেমন সুবিধা করতে পারেননি পোড়খাওয়া এই কংগ্রেস নেতা৷ ২০০৯ সালে যোগ দেন তৃণমূল কংগ্রেসে৷ সেবার লোকসভা ভোটে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে সোমেন মিত্রকে প্রার্থী করে শাসকদল৷ প্রথমবার সাংসদ নির্বাচিত হন তিনি৷ কিন্তু, ২০১৪ সালে সাংসদ পদ থেকে ইস্তফা দিয়ে ফের কংগ্রেসে ফেরেন সোমেন৷

Advertisement

[বউবাজারে আরেকটা পার্থ দে, মায়ের দেহ আগলে বসে ‘অপ্রকৃতিস্থ’ ছেলে]

গত বিধানসভা ভোটে চৌরঙ্গী বিধানসভাকেন্দ্রের কংগ্রেস প্রার্থী ছিলেন সোমেন মিত্র৷ তৃণমূল প্রার্থী নয়না বন্দ্যোপাধ্যায়ের কাছে অবশ্য হেরে যান৷ এখন সক্রিয় রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি৷ কংগ্রেসের কোনও কর্মসূচিতে আর দেখা যায় না প্রবীণ এই নেতা৷ সূত্রের খবর, বয়সজনিত কারণে এখন আর খুব সুস্থও নন সোমেন মিত্র৷ সম্প্রতি গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি৷ চিকিৎসার জন্য তাঁকে দিল্লি নিয়ে যাওয়া হয়েছে৷ এইমসে ভরতি সোমেন মিত্র৷ চিকিৎসকরা জানিয়েছেন, প্রবীণ এই কংগ্রেস নেতার বুকে জল জমে গিয়েছে৷ তবে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল৷ আপাতত দু-এক হাসপাতালে থাকতে হবে৷

[বেহালায় অকাল ক্রিকেট! বাইশ গজের লড়াইয়ে তাক লাগালেন পুজোপাগলরা

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ