Advertisement
Advertisement

Breaking News

কনস্টেবল নিয়োগের ভুয়ো নির্দেশনামা, হাতে পড়ল খোদ পুলিশ কমিশনারেরই

হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের৷

Constable appointment: Fake court order sent to Kolkata police
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 25, 2018 11:40 am
  • Updated:June 25, 2018 11:40 am

অর্ণব আইচ:  চলতি মাসে ইদের ছুটি নিয়ে ভুয়ো একটি সরকারি নির্দেশিকা ছড়িয়েছিল সোশ্যাল মিডিয়ায়৷ অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছিল কলকাতা পুলিশ৷ আর এবার খোদ কলকাতার পুলিশ কমিশনারের কাছেই পৌঁছাল আদালতের ভুয়ো অর্ডারের কপি! হেয়ার স্ট্রিট থানার তিনজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে কলকাতা পুলিশ৷ অভিযুক্তরা এখনও অধরা৷

[ছুটির দিনে বন্ধুদের নিয়ে বাইক রেসিং, শহরে প্রাণ গেল যুবকের]

Advertisement

ঘটনাটা ঠিক কী?  কলকাতা পুলিশের কনস্টেবল পদে চাকরি না পেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন কর্মপ্রার্থীদের একাংশ৷ গত বছরের মার্চে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল বা স্যাটে মামলা করেছেন তাঁরা৷ মামলাটির এখনও নিষ্পত্তি হয়নি বলে জানা গিয়েছে৷ কলকাতা পুলিশের দাবি, গত মাসে একটি ব্যক্তির লেটারহেডে একটি চিঠি পাঠানো হয়  কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে৷ চিঠিতে বলা হয়, সাতদিনের মধ্যে কলকাতা পুলিশের কনস্টেবল পদে দু’জনকে চাকরি দিতে হবে এবং তাঁদের প্রশিক্ষণেরও ব্যবস্থা করতে হবে৷ শুধু লেটার হেডে লেখা চিঠিই  নয়, এই বিষয়ে স্যাটের একটি নির্দেশনামাও পাঠিয়ে দেওয়া হয়৷ কিন্তু আদালতের নির্দেশনামা ও চিঠি দেখে সন্দেহ হয় কলকাতা পুলিশের আধিকারিকদের৷ বিষয়টি নিয়ে খোঁজখবর করতে শুরু করেন তাঁরা৷ তদন্তে জানা যায়, কনস্টেবল পদে নিয়োগ নিয়ে সল্টলেকে বিকাশ ভবনে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল বা স্যাটে একটি মামলা দায়ের করা হয়েছে ঠিকই৷ তবে মামলাটির এখনও নিষ্পত্তি হয়নি৷ কলকাতা পুলিশের কমিশনারের কাছে যে চিঠি ও নির্দেশনামা পাঠানো হয়েছে, সে দুটিই জাল৷ এরপরই তিনজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় হেয়ার স্ট্রিট থানায়৷ অভিযুক্তদের সন্ধানে তল্লাশি চলছে৷

Advertisement

ইদের ঠিক আগে সোশ্যাল মিডিয়ায় অবিকল প্রশাসনের নোটিশের মতো দেখতে একটি নোটিশ ছড়িয়ে পড়েছিল৷ সেই নোটিশে বলা হয়েছিল, ইদে উপলক্ষে ১২ জুন থেকে ১৬ জুন অর্থাৎ ৫ দিন ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার৷ ঘটনায় বিভ্রান্তি চরমে পৌঁছয়৷ শেষপর্যন্ত কলকাতা পুলিশ টুইট করে জানিয়েছিল, নোটিশটি ভুয়ো৷ যাঁরা সোশ্যাল মিডিয়ার বিভ্রান্ত ছড়াচ্ছেন, তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে৷ আর এবার আদালতের নির্দেশনামা জাল করে পাঠানো হল খোদ পুলিশ কমিশনারের কাছে!

[এবার শহরবাসীকে সতর্ক করতে আসরে মেসি, অভিনব প্রয়াস কলকাতা পুলিশের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ