Advertisement
Advertisement

Breaking News

মাঝেরহাট বিপর্যয়ের বর্ষপূর্তি, রেল-পূর্ত দপ্তরের টানাপোড়েনে আটকে সেতু নির্মাণ

গত বছর ৪ সেপ্টেম্বর ভেঙে পড়ে মাঝেরহাট ব্রিজটি।

Construction of Majherhat Bridge delayed for Railway Department
Published by: Sayani Sen
  • Posted:September 4, 2019 5:31 pm
  • Updated:September 4, 2019 5:31 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্রিজ বিপর্যয়ের পর কেটে গিয়েছে এক বছর। তবে আশ্বাসের বছরখানেক পরেও তৈরি হল না মাঝেরহাট ব্রিজ। পূর্ত দপ্তরের দাবি, রেলের গড়িমসিতে ব্রিজ তৈরির কাজে গতি আনা সম্ভব হচ্ছে না। আগামী বছরের মার্চের আগে মাঝেরহাট ব্রিজ তৈরি কোনওভাবে সম্ভব নয় বলেই প্রশাসন সূত্রে খবর। তাই আপাতত আরও পাঁচ-ছয় মাস ভোগান্তির শিকার হতে হবে আমজনতাকে।

[আরও পড়ুন: তৃণমূলে যোগ বর্ষীয়ান কংগ্রেস নেতা ওমপ্রকাশ মিশ্রের, পেলেন বড় দায়িত্ব]

গত ৪ সেপ্টেম্বর, ২০১৮-র বিকালে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে মাঝেরহাট ব্রিজ। তাতেই শহরের সঙ্গে প্রায় বিচ্ছিন্ন হয়ে যায় বেহালা। অফিস টাইমে যে রাস্তা যেতে ২০ মিনিট সময় লাগত, সেতু ভেঙে যাওয়ায় এখন তা লাগছে এক ঘণ্টারও বেশি। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভাঙা ব্রিজ পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আশ্বাস দেন, বছরখানেকের মধ্যেই পুরনো ভেঙে আবারও নতুন ব্রিজ তৈরি হবে। সেই মতো গত বছর নভেম্বরে ব্রিজটি পুরোপুরি ভেঙে ফেলা হয়। পূর্ত দপ্তরের দাবি, তাদের তরফে সমস্ত কাজই শেষ হয়ে গিয়েছে। তবে রেলের গড়িমসিতে এখনও থমকে ব্রিজের কাজ। যার জেরে বর্ষপূর্তিতে এখনও তৈরি হল না মাঝেরহাট ব্রিজ। পূর্ত দপ্তর সূত্রে খবর, ২০২০-এর মার্চের আগে কোনওভাবেই নতুন ব্রিজ তৈরির কাজ শেষ হবে না। মাঝেরহাট ব্রিজের যে অংশটি রেলের জমির উপর দিয়ে গিয়েছে, সেই অংশটির এখনও চূড়ান্ত অনুমোদন মেলেনি।

Advertisement

পূর্ত দপ্তরের দাবি, প্রত্যেক মাসেই রিভিউ মিটিং হচ্ছে। তা সত্ত্বেও ব্রিজ তৈরির অনুমোদন হয়নি। ১১ সেপ্টেম্বর আবারও রিভিউ মিটিং রয়েছে। ওই বৈঠকে আদৌ কোনও সিদ্ধান্ত হয় কি না, সেদিকে তাকিয়ে রয়েছে পূর্ত দপ্তর। তবে রেলের তরফে পূর্ত দপ্তরের দাবি উড়িয়ে দেওয়া হয়েছে। তাদের দাবি, ব্রিজের নকশা পাঠাতে দেরি করেছে পূর্ত দপ্তর। মাত্র মাসদেড়েক আগেই তাদের কাছে পাঠানো হয়েছে নকশা। তাই নিরাপত্তার বিষয়ে নিশ্চিত না হয়ে অনুমোদন দেওয়া সম্ভব নয় বলেই দাবি রেল কর্তৃপক্ষের। ওই নকশায় নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখছে রেল। 

Advertisement

[আরও পড়ুন: ‘কার গুরুত্ব বেশি, তা দলই ঠিক করবে’, শোভন-বৈশাখীকে স্পষ্ট বার্তা কৈলাসের]

তাই এখনও পাঁচ-ছ’মাস কষ্ট সহ্য করতেই হবে মাঝেরহাট ব্রিজ ব্যবহারকারীদের। কারণ, প্রশাসনিক সূত্রে খবর ২০২০ সালের মার্চের আগে কোনওভাবেই মাঝেরহাট ব্রিজ তৈরির কাজ শেষ করা যাবে না।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ