Advertisement
Advertisement

Breaking News

জালিয়াতি রুখতে ব্যাংক কর্তৃপক্ষকে আরও কড়া হওয়ার নির্দেশ ক্রেতা সুরক্ষা দপ্তরের

ঠিক কী কী নির্দেশ দিলেন মন্ত্রী?

 Consumer Protection Department Minister Meeting with Bank authorities
Published by: Kumaresh Halder
  • Posted:August 6, 2018 8:07 pm
  • Updated:August 6, 2018 8:07 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জালিয়াতি রুখতে এবার ব্যাংক কর্তৃপক্ষকে আরও কড়া নির্দেশ দিলেন ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী সাধন পাণ্ডে৷ এটিএম জালিয়াতি রুখতে সোমবার শহরের একাধিক ব্যাংক কর্তৃপক্ষকে ডেকে বৈঠকে বসেন মন্ত্রী৷ দীর্ঘ বৈঠক শেষে এটিএমগুলির নিরাপত্তায় কী কী ব্যবস্থা নেওয়া যেতে পারে, তার চূড়ান্ত রূপরেখা নির্ধারণ করেন মন্ত্রী৷

[এবার কসবার এটিএমে স্কিমার, গ্রাহকের তৎপরতায় বানচাল জালিয়াতির ছক]

এদিন বৈঠক শেষে ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী সাধন পাণ্ডে আশ্বাস দেন, এবার থেকে যদি কোনও গ্রাহকের টাকা এটিএমের মাধ্যমে তুলে নেওয়া হয়, তাহলে ওই গ্রাহককে যথাযথ ক্ষতিপূরণ দেওয়া হবে৷ এছাড়াও প্রতারণা রুখতে এটিএমগুলির নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি সিসিটিভি বসানো-সহ এক গুচ্ছের নির্দেশ দেন৷ গ্রাহকদের কষ্টের টাকা যাতে মার না হয়, তা সুনিশ্চিত করতে এটিএমগুলির সঙ্গে স্থানীয় থানার সঙ্গে লিংক করানোর নির্দেশ দেন তিনি৷ যাতে এটিএমে যেকোনও ধরনের জালিয়াতি হলে তৎক্ষণাত সংকেত পৌঁছে যাবে থানায়৷ এছাড়াও এটিএম থেকে টাকা তোলার নির্দিষ্ট পরিমাণ বেঁধে দেওয়ারও প্রস্তাব দেন তিনি৷ গ্রাহক তাঁর কার্ড ব্যবহার করে এটিএম থেকে সর্বাধিক কত টাকা তুলতে পারবে, তাও নির্ধারণ করার পরামর্শও দেন তিনি৷

Advertisement

[হিন্দু হস্টেলের দাবিতে এখনও উত্তাল প্রেসিডেন্সি, বিক্ষোভের মুখে উপাচার্য]

Advertisement

জালিয়াতি ঘটনার প্রকাশ্যে আসতেই ব্যাংকের তরফে গ্রাহক সতর্কবার্তাও জারি হয়েছে৷ স্বয়ংক্রিয় আর্থিক লেনদেন নয়, বরং প্রতিটি ক্ষেত্রে অ্যাকাউন্ট থেকে আলাদাভাবে টাকা খরচ করারও পরামর্শ গ্রাহকদের দিয়েছে একাধিক ব্যাংক৷ রীতিমতো সাংবাদিক বৈঠক ডেকে গ্রাহকদের পিন নম্বর নিয়মিত পালটে ফেলারও আরজি জানানো হয়েছে৷ ইউবিআই ব্যাংক কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, শহরে অ্যান্টি স্কিমার এটিএম বসানো হবে৷ কিন্তু, তা সময়সাপেক্ষ৷ তাই যতদিন পর্যন্ত নয়া প্রযুক্তির এটিএম বসছে, ততদিন পর্যন্ত গ্রাহকদের সতর্ক থাকতে হবে৷ এদিকে শহরে এটিএম জালিয়াতির ঘটনায় দিল্লিতে ধরা পড়েছে রোমানিয়ার দুই নাগরিক৷ শনিবার ধৃতদের ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে এলেন গোয়েন্দারা৷ চলছে লাগাতার জেরা পর্ব৷

[প্রিয়া সিনেমা হলে অগ্নিকাণ্ডের তদন্ত শুরু, আপাতত হল বন্ধ রাখার নির্দেশ দমকলের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ