Advertisement
Advertisement

পুলিশের পোশাকে যজ্ঞ! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি ঘিরে বিতর্ক

নিয়মানুযায়ী কোনও পুলিশ আধিকারিক ইউনিফর্ম পরে ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে পারেন না৷

Cop, performing puja on uniform, sparks controversy
Published by: Sayani Sen
  • Posted:March 10, 2019 12:22 pm
  • Updated:March 10, 2019 2:16 pm

অরিজিৎ গুপ্ত, হাওড়া: বিজেপি নেতার পাশে দাঁড়িয়ে পুলিশের পোশাকেই যজ্ঞ করলেন হাওড়া পুলিশের ডিসি৷ তাঁদের পাশে দাঁড়িয়ে আহুতি ওসি-র৷ গেরুয়া শিবিরের এক নেতা এই ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়৷ নেটদুনিয়ার দৌলতে তা ভাইরাল হতেও বেশি সময় নেয়নি৷ সার্ভিস রুল না মেনে পোশাক পরে পুলিশ আধিকারিকদের যজ্ঞ নিয়ে উঠেছে বিতর্কের ঝড়৷

[ভোটের মুখে শহরে উদ্ধার বিপুল পরিমাণ নগদ, নিউ মার্কেট থেকে গ্রেপ্তার ১]

দীর্ঘদিন ধরেই হাওড়ার শালিমার স্টেশনের পিছন দিকে ছিল একটি মন্দির ও স্কুল৷ স্টেশনের আধুনিকীকরণের জন্য কয়েকমাস আগে তা ভাঙা হয়৷ দাবি উঠেছিল সংস্কারের৷ পরে ওই এলাকায় একটি মন্দির তৈরি করা হয়৷ গত শুক্রবার নতুন মন্দিরটির উদ্বোধনের কথা ছিল৷ সে কারণেই যজ্ঞের আয়োজন করা হয়৷ অনুষ্ঠানে হাওড়া জেলা বিজেপি নেতা উমেশ রাই-সহ বেশ কয়েকজন উপস্থিত ছিলেন৷ তাঁদের সঙ্গে একই সারিতে দাঁড়িয়ে যজ্ঞ করেন হাওড়া পুলিশের ডিসি অনন্ত নাগ এবং বি গার্ডেন থানার ওসি তীর্থেন্দু গঙ্গোপাধ্যায়৷ দু’জনের পুজার্চনার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন জেলা বিজেপি নেতা উমেশ রাই৷ এই ছবি এবং ভিডিও ভাইরাল হতে না হতেই মাথাচাড়া দিয়েছে বিতর্ক৷ সার্ভিস রুল অনুযায়ী, কোনও পুলিশ আধিকারিক ইউনিফর্ম পরে ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে পারেন না৷ তা সত্ত্বেও কীভাবে একজন ডিসি এবং ওসি পুলিশের পোশাকেই যজ্ঞ করলেন সে বিষয়ে প্রশ্ন উঠছে৷ প্রাক্তন উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের দাবি, এহেন কাজ করে সার্ভিস রুল ভেঙেছেন ডিসি, ওসি৷ তাই প্রয়োজনে তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেওয়া যেতেই পারে৷

Advertisement

[মহিষবাথানের একটি ক্লাবে দুষ্কৃতী হামলা, চলল গুলি]

যদিও পুলিশের পোশাকে যজ্ঞের ঘটনায় ওই দুই আধিকারিকের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ