Advertisement
Advertisement

Breaking News

Cops deny permission for 21 July rally

২১ জুলাই উলুবেড়িয়ায় বিজেপির প্রতিবাদ সভার অনুমতি নিয়ে জটিলতা, হাই কোর্টে পদ্মশিবির

আগামী মঙ্গলবার মামলার শুনানির সম্ভাবনা।

Cops deny permission for 21 July rally, BJP moves Calcutta HC । Sangbad Pratidin

ছবি: প্রতীকী।

Published by: Sayani Sen
  • Posted:July 16, 2022 4:43 pm
  • Updated:July 16, 2022 4:44 pm

মনিরুল ইসলাম ও গোবিন্দ রায়: আগামী ২১ জুলাই ধর্মতলায় তৃণমূলের জনসভা। তারই পালটা উলুবেড়িয়ার রাধানগরে জনসভার ডাক দিয়েছে বিজেপি (BJP)। তবে পালটা সভার অনুমতি নিয়ে তৈরি হয়েছে জটিলতা। বাধ্য হয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ পদ্মশিবির।

বিজেপি নেত্রী নুপূর শর্মার (Nupur Sharma) পয়গম্বর বিতর্কের জেরে চলতি মাসের শুরুর দিকে কার্যত ফুঁসে ওঠে গোটা দেশ। প্রতিবাদীরা বিভিন্ন জায়গায় ভাঙচুর করে। উলুবেড়িয়া, ডোমজুড়-সহ বিভিন্ন এলাকায় বাড়ি ভাঙচুর এবং বিজেপির দলীয় কার্যালয়েও হামলা চালায় বিক্ষোভকারীরা। তারই বিরোধিতায় ২১ জুলাই প্রতিবাদ দিবস পালনের ডাক দেয় পদ্মশিবির। ওইদিন বিকেল চারটেয় রাধানগর এলাকায় পালটা সভার ডাক দেওয়া হয়।

Advertisement

[আরও পড়ুন: কলকাতা পুরসভার সেক্রেটারি পরিচয়ে চাকরি দেওয়ার নামে ‘প্রতারণা’, রানাঘাট থেকে ধৃত ২]

বিজেপির দাবি, উলুবেড়িয়ার বেশ কয়েকটি মাঠে প্রতিবাদ সভার আয়োজন করার কথা ভাবা হয়। তবে কোনও মাঠে প্রতিবাদ সভা করার অনুমতি পাওয়া যায়নি। এই প্রতিবাদ সভার সঙ্গে তৃণমূলের ২১ জুলাইয়ের শহিদ সমাবেশের কোনও সম্পর্ক নেই। নুপূর শর্মার মন্তব্যের প্রতিবাদে আন্দোলনের বিরুদ্ধ বিক্ষোভের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলেই দাবি পদ্মশিবিরের।

Advertisement

প্রতিবাদ সভার অনুমতি প্রসঙ্গে হাওড়া গ্রামীণ পুলিশের তরফে কোনও সহযোগিতা পাওয়া যাচ্ছে না বলেই দাবি বিজেপির। সে কারণে বাধ্য হয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ গেরুয়া শিবির। দ্রুত শুনানির আবেদন জানিয়েছেন মামলাকারীরা। আগামী মঙ্গলবার মামলার শুনানির সম্ভাবনা।

[আরও পড়ুন: চিকিৎসার ‘গাফিলতি’তে সাপে কামড়ানো শিশুর মৃত্যু, বালুরঘাট হাসপাতালে ধুন্ধুমার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ